রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

ডায়াপার র‍্যাশের যন্ত্রণা প্রতিরোধের উপায়

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ১১৭ জন নিউজটি পড়েছেন

বর্তমান বিশ্বে নবজাতকদের জন্য সবচেয়ে জনপ্রিয় পরিধেয় হিসেবে ডায়াপার বা ন্যাপি মায়েদের প্রথম পছন্দ। ব্যবহারে সহজ ও বাচ্চাদের জন্যে আরামদায়ক হওয়ায় শৈশব এর বেশিরভাগ সময় বাচ্চারা ডায়াপার পরেই কাটায়। কিন্তু অন্যদিকে, এর ব্যবহারের ফলে বাচ্চার ত্বকের সুরক্ষা নিয়ে কিছুটা শঙ্কিত থাকেন মায়েরা।

ডায়াপার পরিধানের ফলে, বাচ্চার শরীরের নিম্নাংশ বিভিন্ন রোগ জীবাণুর আক্রমণের শিকার হয়। যার মধ্যে শরীরে র‍্যাশ বা ফুসকুড়ি ওঠা অন্যতম। তবে সমস্যা যেমন থাকে, রয়েছে তার সমাধানও। আর এমন যদি হয় সমস্যা হওয়ার আগেই যথাযথ ব্যবস্থা নেওয়া যায়, তবে সেটাই শিশুর জন্য উত্তম। বলা হয়ে থাকে ‘প্রতিষেধকের চেয়ে প্রতিরোধই উত্তম’। আর ছোট্ট সোনামণিদের র‍্যাশের যন্ত্রণা থেকে রক্ষা করতে মায়েদের প্রয়োজন একটু বাড়তি সচেতনতা।

এই যেমন প্রতিবার ডায়াপার বদলানোর পর নতুন ডায়াপার পড়ানোর আগে ভালো মানের একটি র‍্যাশ ক্রিম ব্যবহার করা। বাচ্চাদের ত্বককে র‍্যাশ এর আক্রমণের হাত থেকে রক্ষা করতে র‍্যাশ ক্রিম বিশেষ কার্যকরী। প্রতিবার বাচ্চাকে নতুন ডায়াপার পরানোর পূর্বে ডায়াপার এরিয়া ভালো করে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছে উক্ত স্থানের আশেপাশে র‍্যাশ ক্রিমের প্রয়োগ করতে হয়। র‍্যাশ ক্রিম ব্যবহার করলে শিশুর ডায়াপার এরিয়ার ত্বকে একটি নিরাপদ আস্তর তৈরি হয় এবং আস্তরটি তৈরি করে পানি নিরোধক এক সুরক্ষা বলয় যা শিশুর ত্বককে রাখে সুরক্ষিত। এতে করে শিশুর ডায়াপার এরিয়াতে কোন সংক্রমণ ঘটার সুযোগ থাকে না। তাই শিশুর কোমল ত্বকে যন্ত্রণাদায়ক র‍্যাশের আক্রমণের আগেই প্রতিবার ডায়াপার ব্যবহারের পূর্বে বাচ্চার ত্বককে দিন র‍্যাশ ক্রিমের ছোঁয়া।
বাচ্চার আরাম নিশ্চিত করতে ও অস্থিরতা কমাতে র‍্যাশ ক্রিম ব্যবহার একটি নির্ভরযোগ্য সমাধান। স্ট্যাটিস্টা রিসার্চ ডিপার্টমেন্ট এর এক রিপোর্ট থেকে জানা যায়, আমেরিকার বেবি ডায়াপার র‍্যাশ ক্রিম মার্কেট এর সর্বমোট বাজারমূল্য ২০১৮ সাল নাগাদ ছিল প্রায় ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার। ধারণা করা হচ্ছে, ২০২৫ সাল নাগাদ তা গিয়ে দাঁড়াবে ৪০৫.৮ মিলিয়ন মার্কিন ডলারে [Statista Research Department, Dec 12, 2019]। যার থেকে খুব সহজেই অনুমান করা যায় র‍্যাশ ক্রিম এর উপকারিতা, প্রয়োজনীয়তা ও ব্যবহারের সুফল। যেকোনো সমস্যার পূর্বেই তার প্রতিরোধ ও প্রতিকার এর ব্যবস্থা থাকলে, দুশ্চিন্তা কমে যায় অনেকাংশেই।

বর্তমানে বাজারে বেশ ভালো মানের র‍্যাশ ক্রিমও পাওয়া যাচ্ছে। শিশুর নাজুক ত্বকের সুরক্ষা বিবেচনায় অধিকাংশ মায়েদের এখন বিশেষ পছন্দ প্যারাস্যুট জাস্ট ফর বেবি র‍্যাশ ক্রিম। এই ক্রিমটি শতভাগ নিরাপদ উপাদানে তৈরি এবং এতে কোন কৃত্রিম রং ও প্যারাবেন ব্যবহার করা হয়নি বলে অভিজ্ঞ মায়েরা নতুন মায়েদের এই ক্রিম ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। বেশ পুরনো ও বিশ্বস্ত ব্র্যান্ড প্যারাস্যুটের এই র‍্যাশ ক্রিমটি ডার্মাটোলোজিক্যালি পরীক্ষিত এবং নিরাপদ প্রসাধনী হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত। জলপাই, নিম ও জিংক অক্সাইডের মিশ্রণে তৈরি প্যারাস্যুট জাস্ট ফর বেবি র‍্যাশ ক্রিম শিশুর র‍্যাশ, জ্বালাপোড়া, চুলকানিভাব ও শুষ্কতা দূর করে এবং ত্বকের ময়েশ্চার ধরে রেখে শিশুর ত্বককে রাখে সুরক্ষিত। ক্রিমে থাকা জিংক অক্সাইড র‍্যাশের চিকিৎসায় দারুণ কার্যকরী। এটি জ্বালাপোড়া কমায়, সংক্রমণ রোধ করে এবং স্বাভাবিক নিয়মে নতুন কোষ জন্মাতে সাহায্য করে। তবে এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য, প্রতিবার নতুন ডায়াপার পরানোর আগে ডায়াপার এরিয়া পরিষ্কার করে সেখানে অবশ্যই এই র‍্যাশ ক্রিমটি লাগাতে হবে। এতে করে শিশুর কোমল ত্বক থাকবে র‍্যাশ মুক্ত ও সুস্থ প্রতিদিন। সেইসাথে মায়েরা থাকবেন পরিতৃপ্ত ও দুশ্চিন্তামুক্ত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English