শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

ডিপ্লোমা পরীক্ষা ৪ ফেব্রুয়ারি থেকে, কমবে সময়

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ৩৫ জন নিউজটি পড়েছেন

২০২০ খ্রিষ্টাব্দে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা আগামী ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। সময় কমিয়ে নেওয়া হবে এ পরীক্ষা। সব বিষয়ের ৩ ঘণ্টার পরীক্ষা ২ ঘণ্টায় ও ২ ঘণ্টার পরীক্ষা ১ ঘণ্টা ৩০ মিনিটে নেওয়া হবে। পরীক্ষার্থীদের প্রশ্নপত্রে মুদ্রিত মোট নম্বরের অর্ধেক বা ৫০ শতাংশ উত্তর দিতে হবে। সব বিভাগের যেকোনো প্রশ্ন থেকে শিক্ষার্থীরা ৫০ শতাংশ উত্তর দিতে পারবেন। আর পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বরকে মোট নম্বরের বিপরীত রূপান্তরিত করে ফল নির্ধারণ করা হবে।

২০১০ ও ২০১৬ প্রবিধানের ডিপ্লোমা পর্যায়ের পরীক্ষা এভাবে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গতকাল শনিবার (১৬ জানুয়ারি) কারিগরি শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত ডিপ্লোমা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষ ও পরিচালকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

কারিগরি শিক্ষা বোর্ডের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মো. মোরাদ হোসেন মোল্লার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, বিশেষ অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. সানোয়ার হোসেন। সভায় ৪ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিতব্য পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহয়াতা কামনা করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English