শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

ডিসেম্বরের আগেই চিলাহাটি-হলদিবাড়ি রেলপথের কাজ শেষ করা হবে : রেলমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ৩৬ জন নিউজটি পড়েছেন

বাংলাদেশ-ভারতের পঞ্চম রেল যোগাযোগ হিসেবে অচিরেই চালু হচ্ছে চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ। আগামী ডিসেম্বর মাসের আগে চিলাহাটি-হলদিবাড়ি রেল লাইন পাতানোর কাজ শেষ করা হবে। দুই দেশের আলোচনার পর ডিসেম্বর মাসের যে কোনো দিন উদ্বোধন হতে পারে। এই রেলপথটি চালু হলেই বাংলাদেশের সাথে ভারত, নেপাল ও ভুটানে সাথে কম খরচে ব্যবসা বাণিজ্য স্থাপন হবে। সেই সাথে এটি হবে দেশের মধ্যে গুরুত্বপূর্ণ ও লাভ জনক রেলপথ।

শুক্রবার বিকেলে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি রেলস্টেশন হতে ভারতের সীমানা পর্যন্ত ৬ দশমিক ৭২৪ কিলোমিটারের মধ্যে ৬ দশমিক ২৫০ কিলোমিটার রেললাইন পাতানোর কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

রেলমন্ত্রী আরো বলেন, চিলাহাটি-হলদীবাড়ি ইন্টারচেঞ্জ লিংক চালু হলেই বন্ধু প্রতিম দেশের মধ্যে উন্নয়নের দুয়ার খুলে যাবে, লাভবান হবে উভয় দেশ, বদলে যাবে উভয় এলাকার আর্থ সামাজিক চেহারা।
এ সময় রেলমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, রেলওয়ে সচিব সেলিম রেজা, রেলওয়ে পশ্চিম জোনের মহাপরিচালক মিহির কান্তি গুহ, অতিরিক্ত মহাপরিচালক মঞ্জিরুল আলম চৌধুরী, নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীসহ রেলওয়ে পশ্চিম জোনের কর্মকর্তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English