রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

তাইওয়ানে টানেলে লাইনচ্যুত ট্রেন, নিহত ৩৬

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৪৮ জন নিউজটি পড়েছেন
তাইওয়ানে টানেলে লাইনচ্যুত ট্রেন, নিহত ৩৬

তাইওয়ানে টানেলের মধ্যে ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে।

আট বগির ট্রেনটিতে ৩৫০ জন যাত্রী ছিল বলে প্রাথমিকভাবে জানা যায়।
শুক্রবার (২ এপ্রিল) সকালে পূর্ব তাইওয়ানে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তাইওয়ানের পরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন, আল জাজিরা জানিয়েছে প্রাথমিকভাবে ৭২ জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। অনেকে এখনো ভিতরে আটকে আছে।

কেন্দ্রীয় জরুরি অপারেশন সেন্টারের উদ্ধারকর্মীরা জানিয়েছেন, টানেলের ভিতরে চারটি বগি মারাক্তকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

ঘটনার পর প্রকাশ পাওয়া একটি ভিডিওতে দেখা গেছে আটকে থাকা যাত্রীরা কেউ কেউ ক্ষতিগ্রস্ত বগি থেকে নামার চেষ্টা করছিলেন, কাউকে আবার হাঁটিয়ে বের করে আনছেন উদ্ধারকর্মীরা।

এর আগে ২০১৮ সালে উত্তর তাইওয়ানে একটি ট্রেন দুর্ঘটনায় ১৮ জনের প্রাণহানি হয়। আহত হন অন্তত ১৭৫ জন। আজকের দুর্ঘটনা গত তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English