তালেবানরা আফগানিস্তান দখল করেছে রোববার। তারপর পুরো প্রায় একটি দিন কেটে যাচ্ছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মুখ খোলেননি আফগানিস্তান নিয়ে। বলেননি কোনো কথা। অন্যদিকে আকস্মিক আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারে তার সিদ্ধান্তের তীব্র সমালোচনা হচ্ছে। বলা হচ্ছে, তিনি চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তার সমালোচনা হচ্ছে যেমন বিরোধী রিপাবলিকানদের পক্ষ থেকে, তেমনি নিজের ডেমোক্রেট দল থেকেও। এ অবস্থায় আজ সোমবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে আফগানিস্তান নিয়ে বক্তব্য রাখার কথা তার।
বুধবার পর্যন্ত প্রেসিডেন্টদের অবকাশ যাপন কেন্দ্র ক্যাম্প ডেভিড মেরিল্যান্ডে অবস্থান করার শিডিউল ছিল তার। কিন্তু অবস্থার প্রেক্ষিতে হোয়াইট হাউজে ফিরে বক্তব্য রাখার কথা রয়েছে।