শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

তালেবানদের ভয়ে কাঁপছে আফগানিস্তানের ক্রিকেটাররা

খেলা ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৮৮ জন নিউজটি পড়েছেন
তালেবানদের ভয়ে কাঁপছে আফগানিস্তানের ক্রিকেটাররা

তালেবানের দখলে আফগানিস্তান। এতে দেশের ক্রিকেটও শংকার মুখে পড়ে। তালেবান ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে বলা হয়েছে, দেশের ক্রিকেট নিজ গতিতে চলবে। এক্ষেত্রে কোন পরিবর্তন আসবে না। কিন্তু দেশটির তরুণ খেলোয়াড় নবীন উল হক জানালেন তালেবানদের ভয়ে কাঁপছে আফগানিস্তানের ক্রিকেটাররা।

তিনি বলেছেন, তালেবানদের দখলের পর থেকেই আমাদের দেশের ক্রিকেটাররা আতঙ্কে। তালেবান ও বোর্ড আশ্বস্ত করলেও, তাতে ভয় কাটছে না ক্রিকেটারদের। এই ভয় আফগানিস্তান ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার জন্য বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করা নবীন বলেন ‘আমাদের ক্রিকেটারদের চোখে-মুখে আতঙ্কের ছাপ। তাদের কথাবার্তায় সেটা স্পষ্ট। তালেবান আমাদের দেশের দখল নেওয়ার পর বলেছে, ক্রিকেটে তারা নাক গলাবে না। কিন্তু কি হবে কেউ জানে না। ক্রিকেটই আমাদের দেশের মানুষের মুখে হাসি ফোটায়। একমাত্র ক্রিকেটই আমাদের দেশের মানুষকে খুশি করতে পারে। আফগানিস্তানের মানুষের কাছে ক্রিকেট শুধু খেলা নয়। সেই কারণে ক্রিকেট আমাদের দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

দেশের বর্তমান পরিস্থিতির জন্য খেলায় ঠিক-ঠাক মনও দিতে পারছেন না নাভিন।

তিনি বলেন, ‘দুই-এক মিনিট সব ভুলে হয়তো ক্রিকেটে মন দেয়া যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার চিন্তাগুলো মাথায় ভিড় করে। দেশের উত্তাল পরিস্থিতির মধ্যে মন দিয়ে ক্রিকেট খেলা সম্ভব নয়। আমরা সকলেই দেশের পরিস্থিতি নিয়ে অনেক বেশি চিন্তিত। নিজেদের মধ্যে কথা বলছি, কিন্তু কোন কিছুতেই আতঙ্ক কাটছে না কারও।’

দেশের হয়ে এখন পর্যন্ত ৭টি ওয়ানডে ও ৮টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন নবীন। ওয়ানডেতে ১৪টি ও টি-টুয়েন্টিতে ১৩টি উইকেট নিয়েছেন ২১ বছর বয়সী এই ডান-হাতি পেসার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English