শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

তিন ধাপ নিচে নামল বাংলাদেশ

খেলা ডেস্ক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৫২ জন নিউজটি পড়েছেন
নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হল বাংলাদেশ

আইসিসি ওয়ানডে সুপার লিগে উড়ন্ত সূচনা করেছিল বাংলাদেশ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াটওয়াশ করে ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ডকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে চলে এসেছিল টাইগাররা।

তবে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়ে মাটিতে নামল তামিম বাহিনী। কিউইদের কাছে হেরে তালিকায় তিন ধাপ নিচে নামল বাংলাদেশ। তামিমদের এখন অবস্থান পঞ্চমে।

সে হিসাবে সুপার লিগের তিন ম্যাচ খেলেই অস্ট্রেলিয়ার নিচে দ্বিতীয় অবস্থানে উঠল নিউজিল্যান্ড। ওদিকে সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে ভালো খেলে তিন নম্বরে উঠল আফগানিস্তান।

নিউজিল্যান্ডে সফরে কোনো প্রাপ্তিই নেই বাংলাদেশের। সিরিজ শুরুর আগে টাইগারদের পয়েন্ট ছিল ৩০, সিরিজ শেষেও তাই। পয়েন্টের দিক থেকে বাংলাদেশকে ধরে ফেলেছে নিউজিল্যান্ড, আফগানিস্তান, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।

সমান পয়েন্ট নিয়েও বাংলাদেশকে নিচে নামিয়ে দিয়েছে এ তিন দল। পয়েন্ট টেবিলে এই ব্যবধান গড়ে দিয়েছে মূলত রান রেট। রান রেটের কারণে নিউজিল্যান্ড দ্বিতীয়, আফগানিস্তান তৃতীয়, ইংল্যান্ড চতুর্থ ও বাংলাদেশ পঞ্চম স্থানে অবস্থান করছে। সর্বোচ্চ ৪০ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া।

পয়েন্ট সমান হলেও নিউজিল্যান্ড ও আফগানিস্তানের চেয়ে বেশি ম্যাচ খেলেছে বাংলাদেশ। বাংলাদেশের সমান সংখ্যক ম্যাচ খেলে ৬ষ্ঠ স্থানে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ড ও আফগানিস্তান তিনটি করে, ইংল্যান্ড ৭টি ম্যাচ খেলেছে।

আগামী বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার দৌড়ে আইসিসির চালু করা নতুন এই ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিল বেশ গুরুত্বপূর্ণ।

একনজরে দেখে নেওয়া যাক পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থা –

দল ম্যাচ জয় পরাজয় পয়েন্ট নেট রান রেট
অস্ট্রেলিয়া ৬ ৪ ২ ৪০ ০.৩৪৭
নিউজিল্যান্ড ৩ ৩ ০ ৩০ ২.১৬১
আফগানিস্তান ৩ ৩ ০ ৩০ ০.৫২৭
ইংল্যান্ড ৭ ৩ ৪ ৩০ ০.৪৭৩
বাংলাদেশ ৬ ৩ ৩ ৩০ -০.০০৯
ওয়েস্ট ইন্ডিজ ৬ ৩ ৩ ৩০ -০.৮৭৬
পাকিস্তান ৩ ২ ১ ২০ ০.৭৪১
ভারত ৪ ২ ২ ১৯ -০.১৯
জিম্বাবুয়ে ৩ ১ ২ ১০ -০.৭৪১
আয়ারল্যান্ড ৬ ১ ৫ ১০ -১.০৭৬
শ্রীলঙ্কা ৩ ০ ৩ -২ -০.২১১

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English