সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

তুরস্কের অর্থমন্ত্রীর পদ ছাড়লেন এরদোয়ানের জামাতা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ৪৪ জন নিউজটি পড়েছেন

ইনস্টাগ্রামে ঘোষণা দিয়ে তুরস্কের অর্থমন্ত্রীর পদ ছেড়েছেন এরদোয়ানের জামাতা বেরাত আল-বাইরাক। দেশের অর্থনৈতিক চরম সংকটাপন্ন অবস্থা ও মুদ্রার মান দিন দিন নিম্নমুখী হওয়ার সময় তিনি অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান।

গতকাল রবিবার (৮ নভেম্বর) ইনস্টাগ্রামের ভ্যারিফায়েড অ্যাকাউন্টে পদত্যাগের ঘোষণা দিয়ে তুরস্কের সাবেক অর্থমন্ত্রী ও এরদোয়ানের জামাতা বেরাত আল বাইরাক বলেন, ‘প্রায় পাঁচ বছর দায়িত্ব পালন করে আমি সিদ্ধান্ত নিয়েছি যে স্বাস্থ্যগত কারণে মন্ত্রীর দায়িত্ব পালন করব না।’

ইনস্টাগ্রামের পোস্টে আল বাইরাক আরো জানান, পরিবারের সঙ্গে তিনি আরো বেশি সময় কাটাতে চান। রাজনৈতিক জীবনে এ দিকটি অনেকটা ‘উপেক্ষিত’ হয়েছে বলে মনে করেন তিনি।

তাঁর এই পদত্যাগের বিষয়টি তুরস্কের অর্থ মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেন। এর এক দিন আগে তাঁর শ্বশুর প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোয়ান তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে বরখাস্ত করেছেন। তুর্কি মুদ্রা লিরার দরপতন ঠেকাতে ব্যর্থতার জন্য তাঁকে বরখাস্ত করা হয়।

চলতি বছর তুরস্কের মুদ্রার দাম শতকরা ৩০ ভাগ কমে গেছে। করোনাভাইরাসের মহামারির কারণে তুর্কি অর্থনীতি এই সংকটের মুখে পড়েছে বলে বিশেষজ্ঞরা বলছেন।

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের ছোট মেয়ে ইসরাকে বিয়ে করেন আল বাইরাক। ২০১৮ সাল থেকে তিনি তুরস্কের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এর আগে ২০১৫ সালে তিনি জ্বলানিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English