শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

তৃতীয় নয়, শ্রাবন্তীর মুখে প্রথম স্বামীর প্রশংসা

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৫৪ জন নিউজটি পড়েছেন
শ্রাবন্তী

প্রেম আর বিচ্ছেদের মাঝামাঝি আটকে আছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিবাহবন্ধনে জড়ালেও টেকেনি। শ্রাবন্তীর তৃতীয় বিয়েও খাদের কিনারে। তবে দমে যাওয়ার পাত্রী নন তিনি। প্রেমের কাছে বার বার নিজেকে সঁপেছেন দুই বাংলায় জনপ্রিয় এ চিত্রনায়িকা। তবে এবার প্রথম স্বামীকে প্রশংসায় ভাসালেন এ নায়িকা।

ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বাংলা সংস্করণের খবর, বার বার সম্পর্কে জড়িয়ে হতাশ হয়ে ফিরে এসেছেন শ্রাবন্তী। যদিও ছেলে ঝিনুক তথা অভিমন্যুর দিক থেকে এক বিন্দুও মনোযোগ কমেনি তাঁর। কিছুদিন আগেই মা-ছেলে কাশ্মীর থেকে ঘুরে এসেছেন। সঙ্গে ছিল ঝিনুকের-বান্ধবীও। চলতি বছরে আইসিএসই পাস করেছেন অভিমন্যু।

সম্প্রতি ক্যালকাটা টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে শ্রাবন্তী জানিয়েছেন, ছেলে পরিচালনায় এলে তিনি অভিনয় করবেন। মা-ছেলের এ সখ্যের সত্যিই তুলনা নেই।

প্রাক্তন স্বামী রাজীবকুমার বিশ্বাসের প্রসঙ্গ এলে শ্রাবন্তী বলেন, “স্বামী হিসেবে হয়তো আমার সঙ্গে মতানৈক্য হয়েছে, কিন্তু চিত্রপরিচালক হিসেবে রাজীব অত্যন্ত ভালো কাজ করছে। এমনকি, আমাদের বিচ্ছেদ চলাকালীন ‘বিন্দাস’ ও ‘মজনু’ সিনেমায় অভিনয় করেছি। সুযোগ পেলে আমি ফের ওর সঙ্গে কাজ করতে চাই।”

কিছুদিন আগে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ক্যাপশনে শ্রাবন্তী লিখেছিলেন, ‘হতাশ না হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো উঠে দাঁড়িয়ে নতুন কিছু করা।’

সে যা হোক, কাগজে-কলমে এখনও স্বামী-স্ত্রী রোশন-শ্রাবন্তী। কিন্তু গত নয় মাস ধরে এক ছাদের তলায় থাকেন না এ দম্পতি। শ্রাবন্তীর তৃতীয় বিয়েও যে ভাঙনের মুখে, আজ সেই কথা কারও অজানা নয়। রোশন যদিও শ্রাবন্তীর সঙ্গে সংসার পাততে আগ্রহী, কিন্তু অভিনেত্রী স্বামীকে সাফ জানিয়ে দিয়েছেন, ‘আমি তোমার সঙ্গে থাকতে চাই না।’

২০০৩ সালে পরিচালক রাজীবকুমার বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী। তাঁদের ঘরে ঝিনুক নামের এক ছেলে রয়েছে। এরপর এই সর্ম্পকের ইতি টেনে কৃষ্ণ বিরাজ নামের এক মডেলকে বিয়ে করেন শ্রাবন্তী, কিন্তু সে সম্পর্কও বেশি দিন টেকেনি। ২০১৯ সালের ১৯ মে দীর্ঘদিনের প্রেমিক রোশন সিংয়ের সঙ্গে তৃতীয় বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছিলেন। তবে বছর না ঘুরতেই খবর বেরোয়, এ সংসারও নাকি ভাঙতে বসেছে অভিনেত্রীর।

অন্যদিকে, ‘রেস্টিটিউশন অব কনজুগাল রাইটস’ বা বৈবাহিক অধিকারের পুনঃপ্রতিষ্ঠা ধারায় আদালতে মামলা করেছেন রোশন সিং। রোশন-শ্রাবন্তীর আইনি বিচ্ছেদ হবে কি না, সেদিকেই নজর সবার। এই জুটির মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে ২১ আগস্ট।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English