পরিচালক রাজামৌলি। নির্মাণ করেছেন বাহুবলীর মতো সফল সিনেমা। এবার তিনি তৈরি করতে যাচ্ছেন ‘ত্রিপল আর’ সিনেমা। এই সিনেমা নাকি বাহুবলীর থেকেও বেশি সফল হবে। কিন্তু সিনেমাটি মুক্তি না পেতেই জটিলতার কথা শোনা যাচ্ছে।
দেশের যে সিনেমা হলে রাজামৌলি পরিচালিত ত্রিপল আর (RRR) মুক্তি পাবে সেটিই পুড়িয়ে দেয়া হবে বলে প্রকাশ্যে হুমকি দিয়েছেন বিজেপি সাংসদ বান্দি সঞ্জয় কুমার। এর আগে ছবিটির বিরুদ্ধে বীর আদিবাসী যোদ্ধা কোমারাম ভীমকে অপমান করার অভিযোগ উঠে। সেই অভিযোগের পক্ষে এবার মুখ খুলেছেন বিজেপি নেতা সঞ্জয়। এরইমধ্যে তার হুমকি আলোচনার জন্ম দিয়েছে।
টিজারে কেন আদিবাসী নেতার পরনে মুসলিম পোশাক দেখা গেছে? কেন তার চোখে সুরমা আর মাথায় ফেজ টুপি- এই প্রশ্ন ওঠে। তা নিয়েই প্রকাশ্য জনসভায় ক্ষোভ প্রকাশ করেন বান্দি সঞ্জয় কুমার।
উল্লেখ্য, নিজের ছবির মুক্তির সময়ই পরিচালক রাজামৌলি জানিয়েছিলেন তিনি কেবল ইতিহাসের দুই বিখ্যাত চরিত্র কোমারাম ভীম ও আল্লুরি সীতারামাকে নিয়েছেন। বায়োপিক নয় কাল্পনিক পরিস্থিতিতে এই দুই আইকনিক চরিত্রের ভিন্ন কাহিনি নিয়েই সিনেমা তৈরি করেছেন। ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট এবং অজয় দেবগন।