চট্টগ্রামের পটিয়া থানা থেকে পালিয়ে যাওয়া মোছাম্মৎ লাইজুকে পুলিশ ফের গ্রেফতার করেছে। রাজধানীর সাভার থানায় গ্রেফতার হওয়ার পর শোন এরেস্ট দেখিয়ে মঙ্গলবার দুপুরে পটিয়া থানা পুলিশ তাকে ৩ দিনের রিমান্ডে আনে।
পুলিশ জানায়, গত ৩১ জানুয়ারি চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহা সড়ক হয়ে লাইজু ইয়াবার একটি চালান নিয়ে গন্তব্যে যাচ্ছিল। পটিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লাইজুকে গ্রেফতার করে। ওই সময় ১৯শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরের দিন ভোরে থানা হেফাজত থেকে পালিয়ে যান লাইজু। দীর্ঘ ৫ মাস ২০ দিন পর সাভার থানা পুলিশ ফের গ্রেফতার করে তাকে।
পটিয়া থানা পুলিশ জানান, মাদক সম্রাজ্ঞি লাইজু প্রায় সময় কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে দেশের বিভিন্ন এলাকায় পাচার করেন। পটিয়ায় ইয়াবাসহ গ্রেফতার হওয়ার পর লাইজু ‘আমাদের নতুন সময়’ পত্রিকার স্টাফ রিপোর্ট হিসেবে পরিচয় দেন। ইয়াবা উদ্ধারের ঘটনায় পটিয়া থানায় একটি মামলা রেকর্ড করলেও লাইজু থানা হাজত থেকে পালিয়ে যান। পালিয়ে যাওয়ার ঘটনায় আরো একটি মামলা হয়। দায়িত্ব অবহেলার কারণে পটিয়া থাানার এএসআই শামসুদ্দিন ভুঁইয়া, কনস্টেবল মো. রিয়াজ ও মহিলা কনস্টেবল মোছাম্মৎ মমতাজকে ক্লোজ করা হয়। পরবর্তীতে মাদক সম্রাজ্ঞি লাইজুকে পুনরায় গ্রেফতার করতে পুলিশ অভিযান চালায়। কিন্তু গ্রেফতার করতে পারেনি। গত ৯ মে সাভার থানা পুলিশ লাইজুকে মাদক আইনের একটি মামলায় গ্রেফতার করে। পটিয়া থানার উপ-পরিদর্শক হিরো বিকাশ লাইজুকে চট্টগ্রাম কারাগার থেকে শোন এরেষ্ট দেখিয়ে মঙ্গলবার থানায় আনেন।
পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানিয়েছেন, লাইজু থানা থেকে পালিয়ে যাওয়ার পর প্রায় সময় কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে যেতেন। তাকে গ্রেফতার করতে বিভিন্ন এলাকায় অভিযানও চালানো হয়েছে। তিনি বিভিন্ন সময় আনোয়ারা, বাঁশখালী হয়ে কক্সবাজারে যেতেন। পুলিশের নজরদারি থাকার কারণে তিনি ধরা পড়েছেন।