দক্ষিণ চীন সাগরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এখানের বিতর্কিত এলাকায় বোমারু বিমান এবং ফাইটার জেট মোতায়েন করেছে চীন।
এতে ভারতের কাছে উদ্বেগ প্রকাশ করেছে ভিয়েতনাম। শুক্রবার ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক করেন ভিয়েতনামের রাষ্ট্রদূত ফ্যাম স্যান চাউ।
ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লে থি থু হ্যাং দাবি করেছেন, চীনের এ ধরণের কার্যকলাপ তাদের রাষ্ট্রের সার্বভৌমত্বকে হুমকির সম্মুখীন করেছে। এই অঞ্চলে শান্তিকে বিপন্ন করছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হয়, চলতি মাসের শুরুতে প্যারাসেল দ্বীপপুঞ্জের সর্ববৃহৎ দ্বীপ উডি আইল্যান্ডে এইচ-৬ জে বোমারু বিমান মোতায়েন করেছে চীন।
চীনা সংবাদপত্র গ্লোবাল টাইমস দাবি করেছে, ওই এলাকায় মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারের তৎপরতায় বাধা দিতেই ওই পদক্ষেপ করা হয়েছে।