শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

দরিদ্রদের ফি ছাড়া করোনা টেস্টের ব্যবস্থা করার আহ্বান কাদেরের

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৩৭ জন নিউজটি পড়েছেন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অসহায়-দরিদ্র মানুষকে ফি দিয়ে করোনা পরীক্ষা করাতে হয় বলে নমুনা পরীক্ষা করছেন না অনেকে। করোনার অভিঘাতে অনেক মানুষ এখন কর্মহীন, তাই তাদের আর্থিক সক্ষমতার কথা বিবেচনা করে ফি ছাড়া পরীক্ষা করানোর বিষয়টি বিবেচনার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান সেতুমন্ত্রী।

রোববার জাতীয় সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দুটি প্রতিষ্ঠানের প্রতারণায় নমুনা পরীক্ষায় মানুষের আগ্রহ যেমন কমছে, তেমনি আস্থাও কিছুটা কমছে। তবে নমুনা সংগ্রহের পর যাতে রেজাল্ট দিতে দীর্ঘ সময় না লাগে সেদিকে ল্যাবগুলোকে মনোযোগ দেয়ার আহ্বান জানান তিনি। তা না হলে রোগীদের আস্থাহীনতা তৈরি হতে পারে।

সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে লাখ লাখ শিক্ষক-কর্মচারী কর্মরত। সরকারি ও এমপিওভুক্ত ছাড়া বিশাল একটি অংশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত। এ সংকটকালে তাদের বেতনভাতা দেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

বিদেশে বিএনপি নেতার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, বিএনপি নেতারা বৈশ্বিক এ সংকটে দায়িত্বশীল ভূমিকা পালন না করে দেশবিরোধী অপপ্রচার ও মিথ্যাচারে লিপ্ত।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ইতালি প্রবাসী বিএনপির এক নেতার দেশবিরোধী অসত্য বক্তব্য প্রবাসীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে। বাংলাদেশে নাকি ১০ লাখ মানুষ করোনায় আক্রান্ত, দেশে কোনো চিকিৎসা নেই, ১০ হাজার মানুষ ইতালির পথে রয়েছে– এমন মিথ্যাচারপূর্ণ বক্তব্যের তীব্র ক্ষোভ প্রকাশ করেন ওবায়দুল কাদের।

বিএনপি নেতাদের এ ধরনের আজগুবি মিথ্যা বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে ছোট করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, লাখ লাখ প্রবাসীর অস্থিরতায় ফেলে দেয়া এমন অসত্য তথ্য দিয়ে বিএনপি নেতার এ বক্তব্যে ইতালি প্রবাসীসহ পুরো জাতি ক্ষুব্ধ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবারও স্মরণ করিয়ে দিয়ে বলেন, বিএনপি দেশে-বিদেশে যে ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী তা আবারও প্রমাণ হলো।

ওবায়দুল কাদের বলেন, মিথ্যাচারের ঢোলক বাজিয়ে দেশের মানুষের বিরুদ্ধে অপপ্রচার করাই হচ্ছে বিএনপির রাজনীতি।

তিনি বলেন, সরকারের বিরোধিতা করতে গিয়ে বিএনপি দেশের বিরোধিতায় নেমেছে, মিথ্যাচার করছে। এসব কারণেই বিএনপি দিন দিন জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English