ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওল্ড ট্রাফোর্ড টেস্টে ইংল্যান্ডের ১১৩ রানের জয়ের নায়ক বেন স্টোকস। প্রথম ইনিংসে তিনি খেলেছেন ১৭৬ রানের অসাধারণ ইনিংস। দ্বিতীয় ইনিংসে আবার দলের প্রয়োজনে ওপেন করেছেন। খেলেছেন ৫৭ বলে ৭৮ রানের হার না মানা অসাধারণ ইনিংস।
তবে ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে শেষ করতে পারেননি নিজের বোলিং স্পেল। তারপরও ১৪.৪ ওভার বল করে গুরুত্বপূর্ণ দুই উইকেট তুলে নেন স্টোকস। আউট করেছেন জার্মেন ব্লাকউড এবং আলজারি জোসেপকে। হয়েছেন ম্যাচ সেরাও।
ব্যাটিংয়ে তার থেকে অসাধারণ সার্ভিস নেওয়ার পরে বোলিংয়ে দলের বেশি প্রত্যাশা কি স্টোকসের জন্য চাপ নয়। এমন প্রশ্নে ইংল্যান্ড অলরাউন্ডার বলেন, ‘দল যখন আমার কাছে যা চাইবে আমি সবটা করতে প্রস্তুত। দল মোটেও আমার ওপর কিছু চাপিয়ে দেয় না।’
নিজের ইনজুরি নিয়ে এই পেস অলরাউন্ডার বলেন, ‘একদম ঠিক আছি। শরীরটা হুট করে কেমন থেমে গিয়েছিল। পরে দলকে জানালে, আমাকে বল না করার পরামর্শ দেয়। তিন-চার বছর আগে পাকিস্তানের বিপক্ষে একবার এমন হয়েছিল। আমি তাই ঝুঁকি নিতে চাইনি।’
দ্বিতীয় ইনিংসে বেন স্টোকস ও জস বাটলার ওপেন করেন। তাদের উদ্দেশ্যে ছিল দ্রুত রান করে পঞ্চম দিন ওয়েস্ট ইন্ডিজকে প্রথম সেশনেই ব্যাটিং পাঠানো। বেন স্টোকস জানান, চূড়ান্ত সিদ্ধান্তটা জো রুটের ছিল। কারণ তাদের ড্র করার জন্য ম্যাচটা খেলার কোন সুযোগ ছিল না। শেষ পর্যন্ত রুট অসাধারণ পজিটিভ এক সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করেন ইংল্যান্ডের সহ অধিনায়ক বেন স্টোকস।