রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

দশম সংসদ নির্বাচনের বার্ষিকীতে কালো পতাকা উত্তোলন করবে বিএনপি

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ২৮ জন নিউজটি পড়েছেন

আজ ৫ জানুয়ারি। ২০১৪ সালের এই দিনে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের বার্ষিকীতে আজ মঙ্গলবার সারা দেশে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলনের কর্মসূচি দিয়েছে বিএনপি।

এছাড়া দলের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। গতকাল সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দল নির্বাচন বর্জনের পরেও জনগণের দাবিকে উপেক্ষা করে একতরফা ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলের কলঙ্কিত অধ্যায়কে ঘৃণার সঙ্গে স্মরণ করার জন্য বিএনপি সারা দেশে কালো পতাকা উত্তোলন করবে, নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, মুনির হোসেন, বেলাল আহমেদ, সেলিমুজ্জামান সেলিম প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English