সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

দাপটে টি-২০ সিরিজ জিতল পাকিস্তান

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ৪৪ জন নিউজটি পড়েছেন

ওয়ানডের মতো টি-২০ সিরিজেও আধিপত্য পাকিস্তানের। রোববার রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টি-২০ ম্যাচে সফরকারী জিম্বাবুয়েকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে বাবর আজম শিবির। প্রথম ম্যাচে পাকিস্তান জিতেছিল ৬ উইকেটে। টানা দুই জয়ে ওয়ানডের মতো টি-২০ সিরিজও করায়ত্ত করল পাকিস্তান। ১০ নভেম্বর তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচ।

টস হেরে আগে ব্যাট করতে নেমে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি জিম্বাবুয়ে। সাকুল্যে আসে ৭ উইকেটে ১৩৪ রান। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রানে অপরাজিত থাকেন রায়ান বার্ল। ওপেনার টেইলর (৩) এদিনও ব্যর্থ। অধিনায়ক চিভাভা (১৫) শুরুটা ভালো করলেও থামতে হয় রউফের গতির কাছে।

প্রথম ম্যাচে দারুণ ইনিংস খেলা মাধেভেরে এদিন করেন ২৪ রান। ক্যারিয়ারের শেষ সিরিজ খেলতে নামা এল্টন চিগুম্বুরা করেন ১৮ রান। তিরিপানো করেন ১২ রান। বল হাতে পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট নেন হ্যারিস রউফ ও উসমান কাদির।

জয়ের লক্ষ্যে খেলতে নামা পাকিস্তান শুরু থেকেই ছিল আত্মবিশ্বাসী। কখনোই মনে হয়নি দলটি হেরে যাবে। যদিও দলীয় ১০ রানেই দলটি হারায় তাদের ওপেনার ফকর জামানকে (৫)। কিন্তু এরপর হায়দার আলীকে সাথে করে দলের জয় প্রায় সুনিশ্চিত করেন অধিনায়ক বাবর আজম।

দলীয় ১১০ রানে বিদায় নেন বাবর। মুজারাবানির বলে আউট হওয়ার আগে খেলে যান ২৮ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস। তার ইনিংসে ছিল ৮টি চার ও একটি ছক্কার মার। বাবর আউট হলেও দারুণ ইনিংস খেলে অপরাজিত ছিলেন হায়দার আলী। ৪৩ বলে তিনি করেন ৬৬ রান। তার ইনিংসে ছিল ছয়টি চার ও তিনটি ছক্কা। খুশদিল শাহ অপরাজিত ছিলেন ৯ বলে ১১ রান করে। ১৫.১ ওভারে ২ উইকেটে ১৩৭ রান করে পাকিস্তান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English