ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রোববার দিল্লি ক্যাপিটালসকে ৫ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে মুম্বাই ইন্ডিয়ান্স। ৭ ম্যাচে ১০ পয়েন্ট মুম্বাইর। সমান ১০ পয়েন্ট নিয়েও নেট রান রেটে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে নেমে গেছে দিল্লি।
আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬২ রান করে দিল্লি। দলের হয়ে সর্বোচ্চ ৬৯ রানে অপরাজিত থাকেন শিখর ধাওয়ান। ৫২ বলের ইনিংসে তিনি হাঁকান ছয়টি চার ও একটি ছক্কা। ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার করেন ৪২ রান। মুম্বাইর হয়ে ক্রুনাল পান্ডিয়া নেন দুটি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে দুই বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছায় মুম্বাই ইন্ডিয়ান্স। অধিনায়ক রোহিত শর্মা (১২ বলে ৫ রান) টেস্ট মেজাজে থাকলেও জয়ের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেন কুইন্টন ডি কক ও সুরিয়াকুমার যাদব।
৩৬ বলে ৫৩ রান করেন ডি কক , চারটি চার ও তিন ছক্কা। যাদব ৩২ বলে করেন ৫৩, ছয়টি চার ও এক ছক্কা। অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে যান কাইরন পোলার্ড (১১) ক্রুনাল পান্ডিয়া (১২)। ম্যাচ সেরা মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রুনাল পান্ডিয়া।