রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

দিল্লিতে কৃষকদের ঠেকাতে রাস্তা আটকাচ্ছে পুলিশ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩২ জন নিউজটি পড়েছেন

বিতর্কিত তিন কৃষি আইন বাতিলের দাবিতে গত দুই মাস ধরে বিক্ষোভরত কৃষকেরা গত সপ্তাহে ভারতের প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে ট্রাক্টর র‍্যালির আয়োজন করে। হাজার হাজার কৃষক দিল্লি অভিমুখে র‍্যালি নিয়ে রওনা দিলে বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।

ওই সংঘাতের জন্য কৃষকদের দায়ী করে তাদের দিল্লি সীমান্ত থেকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে কৃষকদের অবস্থানে সংঘবদ্ধ গোষ্ঠীর হামলার ঘটনাও ঘটেছে।

বিক্ষোভরত কৃষকেরা পার্লামেন্টের বাজেট অধিবেশন ঘিরে অস্থিরতা তৈরি করতে পারে এমন আশঙ্কায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে দেশটির পুলিশ। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘পার্লামেন্ট অধিবেশনের সময় কোনও সংঘাত ও সহিংসতা এড়াতে নিরাপত্তা বাড়িয়েছে সরকার। সরকারের পরিকল্পনা হলো সবাইকে নিরাপদ রাখা এবং যেকোনও ধরনের উত্তেজনা বৃদ্ধি পরিহার করা।’

উল্লেখ্য, ভারতের নতুন প্রবর্তিত তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লি সীমান্তে গত দুই মাস ধরে অবস্থান নিয়ে আন্দোলন করে আসছে কৃষকেরা।

দিল্লির প্রবল ঠান্ডার মাঝে আন্দোলন চালিয়ে যাওয়া কৃষকদের সঙ্গে ভারত সরকারের ১১ বার বৈঠক হলেও সেখানে আইন প্রত্যাহার নয়, স্থগিত রাখার প্রস্তাবই দেওয়া হয়েছে। তবে তা মেনে নিতে অস্বীকার করে আসা কৃষকেরা প্রজাতন্ত্র দিবসে ট্রাক্টর র‌্যালি কর্মসূচি ঘোষণা করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English