যেখানে হালকা সাদা রঙের সালোওয়ার কামিজ পরে হাসি মুখে পোজ দিতে দেখা যায় এ অভিনেত্রীকে। নিজের ওই ছবির সঙ্গে ক্যাপশনে ‘ফেব্রুয়ারি’ বলে একটি মাত্র শব্দ যোগ করেন তিনি। ফেব্রুয়ারি মাসে কীসের ইঙ্গিত দিলেন দীপিকা তা নিয়ে চলছে আলোচনা।
দীপিকা যখন নিজের ওই ছবি শেয়ার করেন, সেই সময় অভিনেত্রীর ভক্তরা তাকে শুভেচ্ছা জানাতে থাকেন। তবে কারিনা, আনুশকার পর দীপিকাও কী এবার নতুন করে কোনও সুখবর দিতে যাচ্ছেন বলে অনেকে প্রশ্ন করেন। যদিও অনুরাগীদের প্রশ্নের কোনও উত্তর দেননি অভিনেত্রী। স্ত্রীর হাসি মুখের উজ্জ্বল ছবি দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন রণবীর সিং। দীপিকার ইনস্টাগ্রামে মেলে সেই ইঙ্গিতও। তবে কী মা হতে যাচ্ছেন দীপিকা।