শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:০১ অপরাহ্ন

দুই রেকর্ডের দিনে ডিএসইতে লেনদেন ২৫০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৪২ জন নিউজটি পড়েছেন
শেয়ারবাজার

ঊর্ধ্বমুখী পুঁজিবাজারে ডিএসইতে সূচক ও বাজার মূলধনে রেকর্ডের দিনে লেনদেনও বেড়ে আড়াই হাজার কোটি টাকা ছাড়িয়েছে।
সপ্তাহের শেষ লেনদেনে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক বেড়েছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৬০ দশমিক ২১ পয়েন্ট বা দশমিক ৯২ শতাংশ বেড়ে ৬ হাজার ৫৯৬ দশমিক শূন্য ৭ পয়েন্টে অবস্থান করছে।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ১৮৮ দশমিক ৩৩ পয়েন্টে।

বৃহস্পতিবার সূচকের বৃদ্ধিতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আবারও নতুন উচ্চতায় উঠেছে। ২০১৩ সালের ২৭ জানুয়ারি নতুন এই সূচক গণনার পর এটাই সর্বোচ্চ অবস্থান।

যথারীতি এদিন ডিএসইর বাজার মূলধনও বেড়ে ৫ লাখ ৪৪ হাজার ৩২৬ কোটি ১১ লাখ টাকা হয়েছে, যা ডিএসইর ইতিহাসে সবচেয়ে বেশি।

বৃহস্পতিবার ডিএসইর বাজার মূলধন বাংলাদেশের ২০২০-২১ অর্থবছরের জিডিপির প্রায় ১৭ দশমিক ৬৩ শতাংশের সমান হয়েছে। চলতি অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী ২০২০-২১ অর্থবছরে জিডিপির পরিমাণ ৩০ লাখ ৮৭ হাজার ৩০০ কোটি টাকা বলে জানিয়েছেন।
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন-বিএমবিএ এর সাবেক সভাপতি মোহাম্মদ এ হাফিজ বলেন, “বাংলাদেশের পুঁজিবাজারের প্রতি এখন বিনিয়োগকারীদের আস্থা আছে। মানুষ দেখছে পুঁজিবাজার এখন ভালো করছে। সামনে এখান থেকে ভালো মুনাফা আশা করছে।

“আর অর্থনীতি স্থবির থাকায় অন্য কোথাও বিনিয়োগের সুযোগ নেই। অনেক অলস টাকা বিনিয়োগে আসছে।“

চলতি সপ্তাহে পুঁজিবাজারে তিন দিন লেনদেন হয়েছে। এই তিন দিনে সূচক বেড়েছে ১৭০ দশমিক ৮২ পয়েন্ট।

বৃহস্পতিবার এই বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ৮ দশমিক ৫২ শতাংশ বা ১৯৭ কোটি ১৭ লাখ টাকা বেড়েছে।

ঢাকায় এদিন ২ হাজার ৫১১ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ২ হাজার ৩১৪ কোটি ৪৯ লাখ টাকা।

এই লেনদেন গত ৫৩ দিনের মধ্যে বেশি। এর আগে এরচেয়ে বেশি লেনদেন ছিল চলতি বছরের ১০ জুন। সেদিন লেনদেন ছিল ২ হাজার ৬৬৯ কোটি ২৬ লাখ।

বৃহস্পতিবার ডিএসইতে ৬৫ শতাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

সূচক-মূলধনে ডিএসইতে রেকর্ড

এ বাজারে লেনদেন হয়েছে ৩৭৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ২৪২টির এবং কমেছে ১০৩টির। অপরিবর্তিত রয়েছে ২৯টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৩৯ দশমিক ৩৪ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ১৯ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৮৫ দশমিক ৮৯ পয়েন্টে।

ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০টি কোম্পানি

বেক্সিমকো লিঃ, অরিয়ন ফার্মা, জিপিএইচ ইস্পাত, মালেক স্পিনিং, সাইফ পাওযার, বেক্সিমকো ফার্মা, আইএফআইসি ব্যাংক লিঃ, ফু-ওয়াং সিরামিক, বিএটিবিসি ও ম্যাকসন্স স্পিনিং।

সিভিওপিআরএল, জিমিনি সি ফুড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, মালেক স্পিনিং, সেন্ট্রাল ফার্মা, অ্যাপলো ইস্পাত, গোল্ডেন হারভেস্ট, ফার কেমিক্যাল, জিপিএইচ ইস্পাত ও রহিমা ফুড।

এশিয়ান টাইগার সন্ধানী গ্রোথ ফান্ড, বিকন ফার্মা, জিবিবি পাওয়ার, এনএলআই ফার্স্ট মিঃ ফাঃ, গ্রিন ডেল্টা মিঃ ফাঃ, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স , ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিঃ ফাঃ ওয়ান, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিঃ ফাঃ ও এফএএস ফাইন্যান্স।

এদিন চট্টগ্রামের পুঁজিবাজারেও সূচক ও লেনদেন বেড়েছে।
বৃহস্পতিবার এই বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ১ দশমিক ২৯ শতাংশ বা ১ কোটি ৩ লাখ টাকা বেড়েছে।

মোট ৮১ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৮০ কোটি ১১ লাখ টাকা।

সিএসইতে ৩২৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০৬টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English