শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

দুবাইয়ে কয়েক মাসেই শত শত মানুষের ইসলাম গ্রহন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৫২ জন নিউজটি পড়েছেন
ইসলাম

শান্তির ধর্ম ইসলাম। এ ধর্মের বিশ্বাস অনুসারে, প্রথম মানব আদম হতে শুরু করে আল্লাহ্ প্রেরিত সকল নবী-রাসুলই ইসলামের বাণীই প্রচার করে গেছেন। যুগে যুগে বহু মানুষ ভিন্ন ধর্ম থেকে ইসলাম গ্রহন করেছেন।

তেমনই আরব আমিরাতে ছয় মাসে দুই হাজারের বেশি লোক ইসলাম গ্রহণ করেছেন। ইসলামের শিক্ষায় আকৃষ্ট হয়ে দেশটিতে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিকরা মুসলিম হন। দুবাই ভিত্তিক সংস্থা মুহাম্মদ বিন রাশিদ সেন্টার ফর ইসলামিক কালচারাল চলতি বছরের এক পরিসংখ্যানে এ তথ্য জানায়।

আমিরাতের সরকারি পরিসংখ্যানে মতে ২০২১ সালের শুরু থেকে জুন মাস পর্যন্ত ২০২৭ জন ইসলামিক সেন্টারে ইসলাম ধর্ম গ্রহণ করে কালেমা শাহাদাহ পাঠ করেছেন। দুবাইয়ে অবস্থিত ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল এক্টিভিটিজ (আইএসিএডি)-এর তত্ত্বাবধানে নওমুসলিমদের ইসলামের উদার মনোভাব শিক্ষা দেয়া হয়। এছাড়াও তাদেরকে ইসলামিক সেন্টারের পৃষ্ঠপোষকতায় সমাজ, শিক্ষা ও ধর্মীয় সহায়তা প্রদান করা হয়। নওমুসলিমদের ইসলামের শিক্ষা, সংস্কৃতি ও উদার মনোভাবের প্রসারে কাজ করে থাকে দুবাই ভিত্তিক এই সংস্থাটি। এ ছাড়াও ইসলামের মূল শিক্ষা সম্পর্কে জানতে আগ্রহী ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে বিভিন্ন আলোচনা সভা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেন্টার ফর ইসলামিক কালচারাল-এর পরিচালক হিন্দ মুহাম্মদ লুতাহ বলেন, ‌‌ইসলামিক কালচারাল সেন্টার দুবাইয়ে বসবাসকারী সব সম্প্রদায়ের মধ্যে সচেতনতা তৈরি করতে ইসলামী মূল্যবোধ প্রসারে কাজ করে। এক্ষেত্রে সব ধরনের প্রযুক্তিগত সুবিধার ব্যবহার করা হয়। নিউ মুসলিম ওয়েলফেয়ার সেকশনের প্রধান হানা আল জাল্লাফ জানান, ইসলামিক সেন্টার উন্নত কর্মপন্থার আলোকে ইসলামী সংস্কৃতি, মধ্যপন্থা ও সহনশীলতার মূল্যবোধ প্রচার করে। আর এই সেন্টারের প্রশিক্ষণের কারণে দুবাইয়ের দুই হাজার বাসিন্দা ইসলামে দীক্ষিত হয়েছেন।

সূত্র : খালিজ টাইমস

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English