রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

দেশে আরো ২২ জনের প্রাণ কেড়ে নিলো করোনা

অনলাইন সংস্করণ
  • প্রকাশিতঃ রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৩৮ জন নিউজটি পড়েছেন
করোনা ও প্রাকৃতিক বিপর্যয়-২

মহামারী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ২২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট হাজার ৬৯০ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দুই হাজার ১৭২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৭০ হাজার ৮৭৮ জনে।

রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন আরো এক হাজার ৬৮৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ২২ হাজার ৪০৫ জন।

এর আগে শনিবার দেশে আরো এক হাজার ৮৮৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ২৬ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English