মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১১:০০ অপরাহ্ন

দেশে ফিরল আরো ৮ নারী

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৫৭ জন নিউজটি পড়েছেন

ভারতীয় কারাগারে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে সোমবার সন্ধ্যায় ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফিরল ৮ নারী। সন্ধ্যা ৬টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করেন।

দেশে ফিরে আসা হাজরা খাতুন জানান, দু’ বছর আগে সে দালালের মাধ্যমে ভারতে যায়। বোম্বে শহরে বাসা বাড়িতে কাজ করার সময় পুলিশের হাতে আটক হয়। দু’ বছর কারাভোগ শেষে দেশে ফিরে এসেছে।

ফেরত আসাদের মধ্যে খাগড়াছড়ি জেলার আব্দুল বাতেনের মেয়ে হাজরা খাতুন, যশোরের মনিরামপুর থানার আব্দুর রহমানের মেয়ে ছালমা খাতুন, নারানগঞ্জ জেলার আব্দুল আজিজের মেয়ে সেলিনা বেগম, যশোরের বেনাপোলের আয়ুব আলীর মেয়ে হাজিরা খাতুন, একই জেলার শেখহাটি শওকত আলী বিশ্বাসের মেয়ে মাজেদা খাতুন, চুয়াডাঙ্গা জেলার রতন মন্ডলের মেয়ে রুশিয়া মন্ডল, পটুয়াখালী জেলার হাকিম হাওলাদারের মেয়ে রেখা বেগম ও মাগুরা জেলার তরফ বিশ্বাসের মেয়ে রিয়া বিশ্বাস (৮)। এদের ৭ জনের বয়স ২৫ থেকে ৩৫ এর মধ্যে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি মহসিন কবির জনন, এরা পাসপোর্ট বাদে বিভিন্ন সীমান্ত পথে ভারতের মোম্বাই শহরে বিভিন্ন কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে আটক হয়। এরপর আদালতের মাধ্যেমে তারা জেল খানায় যায়। পরে এ আর জেড নামে একটি এনজিও সংস্থা তাদের নিজেদের শেল্টার হোমে রাখে। ভারত সরকারের দেয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে এরা সোমবার বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরে এসেছে। ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা শেষে এদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English