সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

দেশে ২৪ ঘণ্টায় আরও ২৫ মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ৩৪ জন নিউজটি পড়েছেন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ২১৭ জনে। এছাড়া, নতুন করে ১ হাজার ৩১৮ জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে। মোট আক্রান্তর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৯৮ হাজার ২৯৩ জনে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত করোনা সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৫ জনের মধ্যে ১৬ জন পুরুষ এবং নারী ৯ জন। দেশের ১৪০টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১৪ হাজার ৩৩৯টি। অ্যান্টিজেন পরীক্ষাসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৩৩৬টি। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯.১৯ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৬.৩৪ শতাংশ। মোট মৃত্যুর হার ১.৪৫ শতাংশ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ২৪ জন। দেশে মোট করোনা জয়ীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৩৩ হাজার ৬১৪ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭.০২ শতাংশ।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ লাখ ৬০ হাজার ১৩২ জন। ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৪৮ লাখ ৭৫ হাজার ৩০০ জনে। বিশ্বে এ ভাইরাস থেকে ৪ কোটি ২২ লাখ ৮৩ হাজার ২৭৭ জনের সুস্থ হওয়ার খবর পাওয়া গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English