বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

দেশের প্রেক্ষাপটে ব্যবসায়িক গাইডলাইন বানাতে হবে : শামসুদ্দিন

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ৫৫ জন নিউজটি পড়েছেন

আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বলেই গ্রহণ না করে আমাদের দেশের প্রেক্ষাপটে ব্যবসায়িক গাইডলাইন বানাতে হবে বলে মন্তব্য করেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ।

রাজধানীর একটি হোটেলে বৃহস্পতিবার ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২২ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) ও সেন্ট্রাল কাউন্টার-পার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

সিডিবিএলের ভাইস চেয়ারম্যান ও সিসিবিএলের পরিচালক এ কে এম নুরুল ফজল বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চেয়ারম্যান ইউনুসুর রহমান।

গত ৩ অক্টোবর শুরু হওয়া বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের শেষ হয় বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সেমিনারের মধ্য দিয়ে।

বিএসইসির কমিশনার বলেন, গাইডলাইনের কথা আমাদের অনেককেই বলেছেন। এটা গুরুত্বপূর্ণ কিন্তু এটা দিয়ে যেন আমরা বিপদে না পড়ে যাই। আমাদের একটা ছিল, ইজ অব ডুয়িং বিজনেস। এই একটা গাইডলাইন নিয়ে ইন্ডাস্ট্রিগুলো ঝামেলায় পড়ে গিয়েছিল। সুতরাং আমাদের দেশের প্রেক্ষাপটে এ গাইডলাইন বানাতে হবে।
যাতে করে অন্য কোনো ইম্পোর্টার এটার মধ্যে পড়ে আমাদের জনগণের বিনিয়োগ, অর্থনৈতিক প্রবৃদ্ধি রুদ্ধ করতে না পারে, সেদিকে নজর দিতে হবে। শুধুমাত্র আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বলে সেগুলো গ্রহণ করা যাবে না।

প্রত্যেক সেক্টরেই গভর্ন্যান্স বাড়ানোর তাগিদ দিয়ে ড. শামসুদ্দিন বলেন, আমাদেরও গভর্ন্যান্সের দিক থেকে অনেক কিছু দেখতে হবে। গভর্ন্যান্সকে আমরা সেভাবে অ্যাড্রেস করছি না। বড় বড় ইন্ডাস্ট্রির কথা চিন্তা করলে হবে না। সার্বিক চিন্তা করতে হবে। সেজন্য রেগুলেটরি সংস্থাগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক, এনবিআরকে ফ্যাসিলিটেট করতে হবে রাজস্বের প্রেক্ষাপট থেকে। আমাদের দিক থেকে আমরা যেমন করেছি। গ্রিন বন্ড, ব্লু বন্ড আছে, সেগুলোতে কেউ আসলে অন্য বন্ডের তুলনায় যত বেশি সুযোগ দেওয়া যায়, দিচ্ছি।

তিনি বলেন, আমাদের দেশের সব প্রান্তে এখন ইন্টারনেট আছে, বিদ্যুৎ আছে এগুলোকে ব্যবহার করেই দেশের সর্বস্তরের মানুষকে এতে অন্তর্ভুক্ত করে টেকসই অর্থনীতির কথা চিন্তা করতে হবে। এগুলো ব্যবহার করে আমাদের অর্থনৈতিক উন্নয়ন যেন সবার মাঝে ছড়িয়ে দিতে পারি, সেই প্রচেষ্টা থাকতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English