রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

দোয়ার ১০ আদব

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৭ জন নিউজটি পড়েছেন

দোয়া এমন একটি ইবাদত যা একদিকে বান্দার দীনতা, হীনতা, অক্ষমতা ও বিনয়ের প্রকাশ ঘটায়, অপরদিকে আল্লাহর বড়ত্ব, মহত্ব, সর্বব্যাপী ক্ষমতা ও দয়া-মায়ার প্রতি সুগভীর বিশ্বাস গড়ে তুলে।
প্রত্যেকটি কাজের নিয়ম-শৃঙ্খলা রয়েছে। আর দোয়া একটি ইবাদত তাই এরও কিছু নিয়ম-শৃঙ্খলা আদব কানুন রয়েছে।

তাই আসুন আমরা জেনে নেই দোয়ার বিশেষ ১০টি আদব-
(১) দু’হাত বুক পর্যন্ত উঠান। (আদ্দাওয়াতুল কাবির নীল বাইহাকী)
(২) দু’হাতের মধ্যে কিছুটা (ফাঁকা) দূরত্ব রাখা। (উসওয়ায়ে রসুল-ই-আকরাম)
(৩) আস্তে আস্তে অর্থাৎ চুপিসারে দোয়া করা। (মুসলিম শরীফ ২ ম খন্ড ৩৪৬)
(৪) দোয়া কবুল হওয়ার বিশ্বাস নিয়ে দোয়া করা। (তিরমিজী শরীফ দ্বিতীয় খন্ড ১৮৬ পৃ:)
(৫)দোয়ার আগে এবং পরে হামদ সানা এবং দুরুদ শরীফ পড়া। (তিরমিজী শরীফ,২ খণ্ড, পৃষ্ঠা -১৮৫-১৮৬)
(৬) প্রত্যেক দোয়াকে তিনবার করে চাওয়া। (তাবরানী ফীল আওসাদ,১, পৃষ্ঠা ২৬০)
(৭) দোয়াতে তাড়াহুড়া না করা। (বুখারী শরীফ, খণ্ড ২, পৃষ্ঠা ৯৩৮ )
(৮) উভয় বগল উন্মুক্ত রাখুন। (বুখারী শরীফ, খণ্ড ২, পৃষ্ঠা ৯৩৮ )
(৯) মোনাজাতে হাতের আঙুল এবং দু’হাতের তালু আসমানের দিকে রাখা। (মুসনাদে আহমদ খন্ড ৩, পৃষ্ঠা ১৩)
(১০) তারপর দু’হাত চেহারায় ফেরানো (মোছা)। (আবু দাউদ শরীফ খন্ড ১, পৃষ্ঠা ২০৯)

আল্লাহ তাআলা আমাদেরকে দোয়ার আদব রক্ষা করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার তাওফীক দান করুক। আমীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English