শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

নতুন করে এমপিওভুক্ত হলো ১১২৮ জন শিক্ষক-কর্মচারী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৫৯ জন নিউজটি পড়েছেন
মাধ্যমিকে জ্যেষ্ঠ শিক্ষক হলেন ৫৪৫২ জন

১ হাজার ১২৮ শিক্ষক-কর্মচারীদের নতুন করে এমপিওভুক্ত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি)। সোমবার (১৫ মার্চ) মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম মো. ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপিওভুক্ত করা হয় তাদের।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিপ্তরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক বেলাল হোসাইন বলেন, নিয়মিত এমপিও বৈঠকে মোট ১ হাজার ৪২০ জনের আবেদন ছিল। এরমধ্যে যাচাই-বাছাই করে ১ হাজার ১২৮ জন শিক্ষক ও কর্মচারীকে এমপিওভুক্ত করা হয়েছে। যেসকল আবেদনে অসঙ্গতি ছিল সেগুলো আরও যাচাই-বাছাই করে পরবর্তীতে সভায় তোলা হবে।

টাইম স্কেল, নাম ও বয়স সংশোধন, শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তনসহ জটিলতর বিভিন্ন আবেদনের মধ্যে থেকে ৪ হাজার ৯৭৫টি আবেদন গ্রহণ করা হয়।

অনলাইন আলেচনা সভায় মাউশি পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর শাহেদুল খবির চৌধুরী, উপ-পরিচালক (মাধ্যমিক) আজিজ উদ্দিন যুক্ত ছিলেন।

নিয়ম অনুসারে, প্রতি বিজোড় মাসে একবার এমপিও কমিটির সভা অনুষ্ঠিত হয়। ফলে সোমবার (১৫ মার্চ) এ সভা ডাকা হয়। সভায় এমপিওভুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। গত কয়েক মাসে শূন্য পদের বিপরীতে যারা নিয়োগ পেয়েছে বিধান অনুযায়ী তাদেরই এমপিওভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English