রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

নতুন প্রজন্মের চিত্রনায়িকা অধরা খান

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৫ জন নিউজটি পড়েছেন

বর্তমান সময়ের আলোচিত এই চিত্রনায়িকার প্রথম সিনেমাটি ২০১৬ সালে শুটিং শুরু হয়েছিল। এরপর কেটে গেছে চারটি বছর। ২০২০ সালের মার্চে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পায়। তবে করোনা ভাইরাসের কারণে প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যাওয়ায় এটি আর মুক্তি দিতে পারেননি নির্মাতা। ছবিটি নির্মাণের পর কেটে গেছে পাঁচটি বছর। একটা সময় সিনেমাটির মুক্তি নিয়ে এক প্রকারের অনিশ্চয়তা তৈরি হয়। তবে সব শঙ্কা দূর করে নতুন খবর দিলেন ছবির নির্মাতা। দীর্ঘ পাঁচ বছর পর আলোর মুখ দেখতে যাচ্ছে ছবিটি। অবশেষে অধরার অপেক্ষার অবসান হচ্ছে।

নতুন এই প্রজন্মের নায়িকার প্রথম সিনেমাটিই মুক্তি পেতে যাচ্ছে ক্যারিয়ারের তৃতীয় সিনেমা হিসেবে। আগামী ১৯ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত ‘পাগলের মতো ভালোবাসি’। জনপ্রিয় নির্মাতা শাহীন সুমনের এই ছবির নায়িকা হয়ে ২০১৬ সালে চলচ্চিত্রে নাম লেখান অধরা খান। এই তরুণ অভিনেত্রী প্রথম ছবি নিয়ে আশাবাদী।

এ ব্যাপারে অধরা খান বলেন, ‘জীবনের যে কোনো প্রথম কিছুর একটু বেশিই গুরুত্ব থাকে। তেমনি এই সিনেমাটি আমার জন্য বিশেষ। প্রথম সিনেমা ক্যামেরার সামনে দাঁড়ানো, প্রথম ডায়লগ এমন অনেক প্রথম জড়িয়ে রয়েছে। তাইতো আমার সিনেমাটি নিয়ে অন্যরকম এক অনুভূতি রয়েছে। দীর্ঘদিন পর অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। দর্শকের কাছে চাওয়া সবাই সিনেমা হলে এসে কাজটি দেখবেন। সবার ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।’ চিত্রনায়ক আসিফ নূর বলেন, ‘দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। আশা নয় বিশ্বাস সিনেমার মন্দা সময় দর্শককে হলমুখী করবে ‘পাগলের মতো ভালোবাসি’। পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা। সবাইকে অনুরোধ করব সিনেমা হলে এসে ছবিটি দেখার জন্য।’

পাঁচ বছরের অপেক্ষা শেষে ছবিটি মুক্তি পেতে যাওয়ায় উচ্ছ্বসিত হয়ে এই নায়িকা আরো বলেন, চলচ্চিত্র ক্যারিয়ারে আমার প্রথম ছবি ‘পাগলের মতো ভালোবাসি’, যার সঙ্গে জড়িয়ে আছে অনেক আবেগ ও ভালোবাসা। আমি খুবই আনন্দিত ছবিটি মুক্তি পেতে যাওয়ায়।’

পাঁচ বছর আগে নির্মাণ শেষ হলেও এত দেরিতে কেন ছবিটি মুক্তি পাচ্ছে। এ প্রসঙ্গে নির্মাতা শাহীন সুমনের বক্তব্য, ‘আসলে এখন আর কোনো কারণ জানিয়ে লাভ নেই। এতদিন ছবিটি মুক্তি না দেয়ার বিভিন্ন কারণ ছিল। এখন আপাতত ১৯ ফেব্রুয়ারি ভালোভাবে যাতে দর্শকদের সামনে ছবিটি আনতে পারি তাই নিয়ে চিন্তা করছি।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English