রাজধানীর নয়াপল্টন থেকে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগীয়) খন্দকার মাশুক রহমানসহ অন্তত ১০ জনকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) দলটির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক নুরুজ্জামান সর্দার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, বিএনপি যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন ও তার স্ত্রী দলটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানার ঢাকার খিলগাঁওয়ের বাসভবনে র্যাব ও পুলিশ অভিযান চালিয়েছে বলে জানা গেছে।