১৭ মাস পর রোববার ন্যু ক্যাম্পে আসার সুযোগ পেয়েছিলেন বার্সেলোনা সমর্থকরা। তাদের প্রিয় লিওনেল মেসিকে এই ১৭ মাস কাছ থেকে খেলতে দেখার সুযোগ পাননি তার। যখন স্টেডিয়ামে আসার সুযোগ মিললো তখন আর প্রিয় ফুটবলারটি নেই। মেসি নাম লিখিয়েছেন পিএসজিতে। ক্লাবের সর্বকালের সেরা ফুটবলার মেসি। তাকে কি আর এতো সহজে ভোলা যায়? রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বার্সেলোনা টিকিট ছেড়েছিল ৩০ হাজারের মতো। মেসি না থাকায় প্রায় দশ হাজার টিকিট ছিল অবিক্রিত। যারে স্টেডিয়ামে এসেছিলেন বেশিরভাগ সমর্থকের গায়েই ছিল লিওনেল মেসির ১০ নম্বর জার্সি।
ম্যাচে ঘড়ির কাঁটা ১০-এ পৌঁছাতেই পুরো ন্যু ক্যাম্প ‘মেসি মেসি’ চিৎকারে প্রকম্পিত।
মেসির রেখে যাওয়া ১০ নম্বর জার্সিটি এখনো কাউকে দেয়া হয়নি। বার্সেলোনার স্টোরে এখনো বিক্রি হচ্ছে মেসির জার্সি। মেসি-পরবর্তী অধ্যায়ের সূচনা হলেও সমর্থকদের মনে মেসির স্মৃতি এত সহজে ভোলার নয়।