প্রিয়াঙ্কা চোপড়ার চাচাতো বোন হোন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। কিন্তু একটা সময় অভিনেত্রী হতে চাননি তিনি, পরিণীতি হতে চেয়েছিলেন ইনভেস্টমেন্ট ব্যাংকার।
পরিণীতি চোপড়ার অভিনয় ’ইসহাকজাদে,’ ‘হাসি তো ফসি’ এবং ‘মেরি প্যারি বিন্দু’ র মতো সিনেমায় সিনেমাপ্রেমীদের মনে আলাদা দাগ কেটেছে। তিনি ইংল্যান্ডের ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে বিজনেস, ফিনান্স এবং ইকোনমিক্সে ট্রিপল অনার্স ডিগ্রির জন্য লেখাপড়া করতে যান। কিন্তু ২০০৯ সালের অর্থনৈতিক মন্দার কারণে তিনি ভারতে ফিরে মুম্বাইয়ের যশরাজ ফিল্মসে পাবলিক রিলেশন কনসালটেন্ট হিসেবে যোগ দেন। খবর এমএসনের।
এরপরেই পাল্টে যায় পরিণীতি চোপড়ার জীবন। তিনি অভিনেত্রী হিসাবে এই সংস্থার সঙ্গে তিনটি ফিল্মের চুক্তিতে সই করেন। ২০১১ সালে, পরিণীতি ‘লেডিজ ভার্সেস রিকি বাহল’ দিয়ে বলিউডে তার যাত্রা হয়। ছবিতে তার অভিনয়ের জন্য তিনি অনেক প্রশংসা পেয়েছিলেন এবং ২০১২ সালের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সেরা সাপোর্টিং অভিনেত্রীর মনোনয়ন এবং সেরা ডেবিউ অভিনেত্রীর পুরস্কার পান।
১৯৮৮ সালে ২২ অক্টোবর হরিয়ানার অম্বালায় জন্মগ্রহণ করেন পরিণীতি চোপড়া। তার মায়ের নাম রীনা চোপড়া এবং বাবার নাম পবন চোপড়া।