শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হল বাংলাদেশ

খেলা ডেস্ক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৫৪ জন নিউজটি পড়েছেন
নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হল বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের সবকটি ম্যাচ হেরে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হল বাংলাদেশ ক্রিকেট দল। আজ শুক্রবার সিরিজের তৃতীয় ম্যাচে ১৬৪ রানের বিশাল ব্যবধানে হারে টিম বাংলাদেশ।

এদিন নিউজিল্যান্ড আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ৩১৮ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ দল মাত্র ১৫৪ রান তুলতেই অলআউট হয়ে যায়।

কিউইদের ছুড়ে দেওয়া বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই আউট হন টাইগার দলপতি তামিম। ১০ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর ম্যাট হেনরির পরবর্তী ওভারে ট্রেন্ট বোল্টের হাতে ক্যাচ তুলে বিদায় নেন সৌম্য সরকারও। তামিম ও সৌম্য দুজনের ব্যাট থেকেই এসেছে মাত্র ১টি করে রান।
লিটন দাস পাল্টা আক্রমণের পথ বেছে নেন। কিন্তু ২১ বলে ২১ রানের ইনিংস খেলে বিদায় নেন তিনিও। ২৬ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়ার পর টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছিলেন মুশফিক ও মিঠুন। ধৈর্যের প্রতিমূর্তি হয়ে টেস্ট ক্রিকেটের স্টাইলে ব্যাট করছিলেন দুজনেই। কিন্তু ৩৯ বল খেলে মাত্র ৬ রান করা মিঠুন জেমিসনের বলে তুলে মারতে গিয়ে মিচেল স্যান্টনারের হাতে সহজ ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন।

মিঠুনের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি মুশফিকও। শর্ট বলে পুল করতে গিয়ে বোলার নিশামের হাতেই ক্যাচ তুলে দিলে শেষ হয় তার ৪৪ বলে ২১ রানের ইনিংস। এক বল বাদেই নিশামের অফ স্ট্যাম্পের বাইরের বলে স্কয়ার ড্রাইভ করতে গিয়ে কনওয়ের হাতে ক্যাচ তুলে দেন মিরাজ (০)। বাকিদের ব্যর্থতার মাঝে মাহমুদউল্লাহর অপরাজিত ৭৩ বলে ৬ চার ও ৪ ছয়ে ৭৬ রানের ইনিংসও কোনো কাজেই আসেনি।

এর আগে টসে জিতে শুরুতে ব্যাট করতে নেমে ডেভন কনওয়ে ও ডেরিল মিচেলের অভিষেক সেঞ্চুরিতে ভর করে টাইগারদের সামনে ৩১৯ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দেয় স্বাগতিকরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English