মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

নিক্সন চৌধুরীর সাথে যোগ দিলেন জাফরউল্লাহর অনুসারী কয়েক’শ নেতাকর্মী

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৪৬ জন নিউজটি পড়েছেন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজাদ খার নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কয়েক’শ নেতাকর্মী এমপি নিক্সন চৌধুরীর সাথে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে এমপি নিক্সন চৌধুরীর ভাঙ্গার আজিমনগরের বাড়িতে গিয়ে এমপির হাতে ফুলের তোড়া দিয়ে নেতাকর্মীরা যোগদান করেন।

অনুষ্ঠানের মধ্যদিয়ে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজাদ খা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মো. মোশাররফ হোসেন, ক্রীড়া সম্পাদক বোরহান মোল্যার নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা যোগদান করেন। যুবলীগের সভাপতি মো. মোরাদ হোসেনের নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা যোগদান করেন। মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রওশন আরার নেতৃত্বে মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা যোগদান করেন। ছাত্রলীগের সাবেক সধারণ সম্পাদক মিজানুর রহমানের নেতৃত্বে ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শামসুদ্দিন মোল্যার নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা এমপি নিক্সন চৌধুরীর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে যোগদান করেন।

এ সময় অন্যান্যের মধ্যে চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হাফেজ মো. কাউসার হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আলী মোল্যা, ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন, চরভদ্রাসন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর নিক্সন চৌধুরীর হাতে ফুলের তোড়া ও নৌকার রেপ্লিকা তুলে দিয়ে যোগ দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের উপ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হাফেজ মো. কাউসার হোসেন। যোগ দেয়া এই নেতাকর্মীদের সকলেই আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফরউল্লাহর অনুসারী ছিলেন।

যোগদান অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আজাদ খাঁ বলেন, আমরা আওয়ামী লীগ করি। বঙ্গবন্ধুর দৌহিত্র এমপি নিক্সন চৌধুরীর হাতে ফুল দিয়ে আজ আমরা তার উপর আস্থা জ্ঞাপন করলাম। আগামী দিনে এমপি নিক্সন চৌধুরীর সাথেই রাজনীতি করবো। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এমপি নিক্সন চৌধুরীর সাপোর্ট করা নৌকা প্রতীকের প্রার্থী হাফেজ মো. কাউসারের পক্ষে সকল নেতাকর্মী এক সাথে কাজ করে যাবো, এবং তাকে বিজয়ী করে এমপি নিক্সন চৌধুরী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিবো।

এমপি নিক্সন চৌধুরী বলেন, আমার শরীরে বঙ্গবন্ধুর রক্ত, আওয়ামীলীগের রক্ত। আমি কখনো আওয়ামীলীগ বা নৌকার বিপক্ষে রাজনীতি করি নাই, আমি রাজনীতি করেছি একজন ব্যাক্তি কাজী জাফরউল্ল্যার বিপক্ষে। যার হাতে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনের মানুষ জিম্মি হয়ে ছিল। আমি এসেছিলাম এই তিন থানার মানুষকে কাজী জাফরউল্ল্যহার শোষন নির্যাতন থেকে মুক্তি দিতে। সাধারণ মানুষ আমাকে না দেখেই ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছে প্রথম বার, দ্বীতিয় বার আমাকে নির্বাচিত করেছে আমার উন্নয়ন দেখে।

তিনি আরো বলেন, রাজনীতি আমি শিখেছি বঙ্গবন্ধুর পরিবার থেকে, আমার বাবার কাছ থেকে, আমার বড় ভাইয়ের কাছ থেকে। আমরা রাজনীতি করি সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য।

এমপি নিক্সন চৌধুরী এসময় সকল ভেদাভেদ ভূলে চরভদ্রাসন উপজেলা পরিষদের উপ নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে সকলকে এক যোগে কাজ করার আহবান জানান। তিনি বলেন, আগামী ১০ তারিখের উপ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে জয় যুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিবো ইনশাল্লাহ।

উল্লেখ্য, গত বছর ২৩ অক্টোবর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন মুসার মৃত্যুর কারণে উপজেলার চেয়ারম্যান পদটি শূন্য হয়ে যায়। গত ২৯ মার্চ এ উপ-নির্বাচন হওয়ার কথা ছিল। করোনা মহামারীর কারনে নির্বাচন স্থগিত করা হয় সেসময়। আগামী ১০ অক্টোবর ভোট গ্রহনের দিন ধার্য করেছে নির্বাচন কমিশন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English