বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

নিজস্ব সিলিকন চিপে আসতে পারে অ্যাপলের নতুন ম্যাকবুক এয়ার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৬১ জন নিউজটি পড়েছেন
নিজস্ব সিলিকন চিপে আসতে পারে অ্যাপলের নতুন ম্যাকবুক এয়ার

বরাবরের মতই এবারো সেপ্টেম্বরেই নিজেদের নতুন পণ্যের সম্পর্কে ঘোষণা দিতে পারে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। সেই নতুন পণ্যে সফটওয়ার এবং হার্ডওয়ারের ক্ষেত্রে কি কি পরিবর্তন বা হালনাগাদ করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে ইতোমধ্যেই নানা ধরণের আলোচনা এসেছে প্রযুক্তি দুনিয়ায়।

জিএসএম এরিনায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বর্তমানে অ্যাপল ১৬ ইঞ্চির যে ম্যাকবুক প্রো বাজারে সরবরাহ করছে সেটিতে ইন্টেলের প্রসেসর ব্যবহার করা হয়। তবে চলতি বছরের সেপ্টেম্বরে নতুন ডিজাইনে ১৪ ও ১৬ ইঞ্চির ম্যাকবুক প্রো আনবে এসব নতুন ডিভাইসে মিনি এলইডি ডিসপ্লের পাশাপাশি অ্যাপলের নিজস্ব সিলিকন চিপ এমওয়ানের মতো গতিশীল প্রসেসর ব্যবহার করে পণ্য উৎপাদনের পরিকল্পনা নিয়েছে বলে জানা গেছে।।

এছাড়াও বর্তমানে বাজারে যেসব মডেল রয়েছে সেগুলোকেই রিডিজাইন করে নিয়ে আসা হবে বলে জানা গেছে। যেমন ১৩ ইঞ্চির ম্যাকবুক প্রোর পরিবর্তে ১৪ ইঞ্চির ভ্যারিয়েন্ট বাজারে আনা হতে পারে। তবে বর্তমানে অ্যাপলের যেসব ম্যাকবুক প্রো রয়েছে সেগুলোর মূল নকশায় কোনো পরিবর্তন না করে ভিন্ন বৈশিষ্ট্য ও ফিচার যুক্ত করে নতুন ভার্সন আনা হবে।

এদিকে ম্যাক রিউমারের এক প্রতিবেদন বলা হয়, নতুন যেসব ডিভাইস বাজারে আনা হবে সেগুলো হবে অ্যাপলের সবচেয়ে শক্তিশালী ডিভাইস। অর্থাৎ এসব ডিভাইসে এমওয়ান চিপের চেয়ে আরো শক্তিশালী চিপ ব্যবহার করা হতে পারে। সেই সঙ্গে এতে ১৬ জিবি র‍্যামের একটি ভ্যারিয়েন্ট ও হাই রেজল্যুশনের ডিসপ্লে ব্যবহার করা হবে। এছাড়াও গুজব ছড়িয়েছে, নতুন ম্যাকবুক প্রোতে ফ্ল্যাট এজড ডিজাইনের পাশাপাশি মেমোরি কার্ড রিডার, এইচডিএমআই পোর্টসহ আরো কিছু পোর্ট দেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English