নারী ধর্ষণ, নির্যাতন-নিপীড়ন বন্ধ এবং চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পদযাত্রা কর্মসূচি পালন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। বৃহস্পতিবার বিকালে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে বর্ণাঢ্য পদযাত্রা বের করে টাউনহল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
সিপিবি জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার, সিপিবি নারী শাখার সভাপতি ফেরদৌস আরা মাহমুদা হেলেন, মহিলা পরিষদের সভাপতি ফাহমিদা ইয়াসমিন রুনা, সাধারণ সম্পাদক মনিরা সুলতানা অনু প্রমুখ।