রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী কন্তে

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ৩৯ জন নিউজটি পড়েছেন

ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট সার্জিও মাত্তেরেল্লার কাছে তিনি পদত্যাগপত্র হস্তান্তর করেন। দেশটির প্রেসিডেন্টের দফতরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ইতালিতে চলমান রাজনৈতিক সঙ্কটের পরিপ্রেক্ষিতে জুসেপ্পে কন্তে পদত্যাগ করলেন বলে মনে করা হচ্ছে।

রাজনৈতিক সঙ্কট উত্তরণে বুধবার প্রেসিডেন্ট মাত্তেরেল্লা রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে আলোচনা করবেন বলেও বিবৃতিতে জানানো হয়। বিবৃতিতে বলা হয়, আলোচনা চলাকালীন সময়ে কন্তেকে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।

গত সপ্তাহে করোনাভাইরাস সঙ্কট ও অর্থনৈতিক মন্দার পরিপ্রেক্ষিতে সরকারি অব্যবস্থাপনার অভিযোগে শরীক সাবেক প্রধানমন্ত্রী মাত্তিও রেনজির নেতৃত্বাধীন ইতালিয়া ভিভা পার্টি জোট থেকে বেরিয়ে গেলে পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের সংখ্যাগরিষ্ঠতা হারান কন্তে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English