শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

পপির করোনা আক্রান্তের খবর নিয়ে বিভ্রান্তি

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৪৫ জন নিউজটি পড়েছেন

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন চিত্রনায়িকা পপি। টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। পপি শুক্রবার (২৪ জুলাই) সেটি অনেককে জানিয়েও দেন। কিন্তু পরে তার বাবা বলেন, ‘পপি করোনা ভাইরাসে আক্রান্ত নয়’। মূলত এরপরই বিষয়টি নিয়ে তৈরি হয় ধূম্রজাল। ফোনে পপিকে না পেয়ে তার বাবার মন্তব্য নিয়ে খবর প্রকাশ হতে থাকে। পরবর্তীতে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে পপি বলেন, করোনায় আক্রান্ত আমিও। সেরে ওঠার প্রক্রিয়ার মধ্যে আছি। আসলে ভাইরাসে আক্রান্ত হওয়ার খবরটি আমি তেমন কাউকে জানাতে চাইনি। সুস্থ হলে বিষয়টি সবাইকে জানানোর ইচ্ছে ছিল আমার। এটা তো আয়োজন করে জানানোর বিষয়ও না।

তবে সংবাদমাধ্যম থেকে আমাকে জিজ্ঞেস করা হলে বিষয়টি সবাইকে জানিয়েছি। এরপর থেকে একে একে ফোন আসা শুরু হয়। আমি আসলে এখন রিলাক্সে থাকতে চাইছি। সবার দোয়া চাই যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি। আমার পরিবার আসলে কাউকে বিষয়টি জানাতে চায়নি। তাই তার বাবা ওই বক্তব্য দিয়েছেন ।

পপি আরো জানান, করোনা পজিটিভ হওয়ার পর শ্বাসকষ্ট ও কাশিতে ভুগছিলেন। জ্বর ও শরীরে ব্যথা ছিল। তবে এখন শ্বাসকষ্ট তেমন নেই। ব্যথাও কমতে শুরু করেছে। এদিকে করোনা আক্রান্ত হওয়ার খবরে তাকে ফোনে সবাই সাহস দিয়েছে বলে জানালেন এ নায়িকা।

সেই সঙ্গে জানালেন, মানুষ তাকে এতটা ভালোবাসে সেটাও প্রমাণ হলো। পপি বলেন, করোনা পজিটিভ আমাকে সবার ভালোবাসা নতুন করে উপলব্ধি করার সুযোগ করে দিয়েছে। গণমাধ্যমকর্মীদের পাশাপাশি, বন্ধুবান্ধবরা সার্বক্ষণিক যোগাযোগ করছেন। বিশেষ করে চলচ্চিত্রের সহকর্মীরা খবরটি শোনার পর থেকে ফোনে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছেন। সবার ফোন ধরতে পারছি না। ফোন না ধরতে পারলেও সাহস পাচ্ছি। তাদের এ ভালোবাসার কারণেই দ্রুত সুস্থ হয়ে উঠছি আমি।

পপি বলেন, করোনা পজিটিভ হওয়ার পর থেকে বাসায় আলাদা থেকে পারিবারিক ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিচ্ছি। বাসার আর কেউ এ ভাইরাসে আক্রান্ত হননি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English