আজ শেষ হচ্ছে প্রিমিয়ার লিগের ২০১৯-২০ মৌসুম। করোনাভাইরাসের কারণে এবার দুই মাসেরও বেশি সময় পর শেষ হলো ইংলিশ ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতাটি। তবে দেরিতে শেষ হলেও সামনের মৌসুম শুরু হয়ে যাবে প্রায় আগের সময়েই। লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২০-২১ মৌসুমের প্রিমিয়ার লিগ শুরু হবে ১২ সেপ্টেম্বর, আর শেষ হবে ২০২১ সালের ২৩ মে।
পরবর্তী মৌসুমের তারিখ জানানোর সঙ্গে সঙ্গে আরেকটি বিষয়ও নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। করোনা সংক্রমণের কারণে মার্চে দর্শক প্রবেশে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেটি নতুন মৌসুমের শুরুতেও থাকবে। তবে ১ অক্টোবর থেকে ধাপে ধাপে দর্শক সংখ্যা বাড়ানোর বিষয়ে অনুমোদন দেওয়া হবে। সামনের মৌসুম ১২ সেপ্টেম্বর শুরু হয়ে যাবে বলে এবার প্রাক মৌসুমে খুব বেশি সময় পাবে না ক্লাবগুলো। জুন-জুলাই ও আগস্টের মাঝামাঝি সময়ে বিভিন্ন দেশে খেলতে যাওয়ার প্রচলন থাকলেও করোনার মধ্যে এবার সেটি বন্ধ থাকবে। এদিকে প্রিমিয়ার লিগে আজ শেষ রাউন্ড হতে চলেছে ইউরোপিয়ান কোয়ালিফিকেশন ও দুটি অবনমনের সমীকরণ নিয়ে। ৩৭ ম্যাচে ২১ পয়েন্ট পাওয়া নরউইচ সিটির অবনমন নিশ্চিত। তবে ৩১ পয়েন্ট নিয়ে বোর্নমাউথ আর ৩৪ পয়েন্ট করে নিয়ে ওয়াটফোর্ড ও অ্যাস্টন ভিলা আছে দোলাচলে। ওপরের দিকে চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ নিশ্চিত আছে শিরোপাজয়ী লিভারপুল ও ম্যানসিটির। তবে তৃতীয় ও চতুর্থ স্থানের জন্য লড়াইয়ে আছে ম্যানইউ, চেলসি ও লিস্টার সিটি। প্রথম দুই দলের পয়েন্ট ৬৩ করে, লিস্টারের ৬২। এর মধ্যে শেষ ম্যাচে লিস্টার ও ম্যানইউ একে অন্যের মুখোমুখি। চেলসির প্রতিপক্ষ ৫৯ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে থাকা উলভস।