সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

পরিচালক বললেন, ইসলামকে শান্তির ধর্ম হিসেবেই দেখিয়েছি

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৩২ জন নিউজটি পড়েছেন

দেব অভিনীত প্রথম বাংলাদেশি ছবি ‘কমান্ডো’। সম্প্রতি শামীম আহমেদ রনী পরিচালিত ছবিটির টিজার সম্প্রতি প্রকাশিত হয়েছে নায়ক দেবের ইউটিউব থেকে। প্রকাশের পরপরই বিতর্ক আর সমালোচনার মুখে পড়েছে। বলা হচ্ছে, টিজারে ইসলাম ধর্মকে অবমাননা করা হয়েছে।

বিতর্ক আর সমালোচনার মুখে শেষ পর্যন্ত টিজারটি দেবের ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে নেয়া হয়েছে।

টিজার সরিযে নেয়ার ব্যাখা জানিয়ে ছবিটির পরিচালক শামীম আহমেদ রনি বলেন, টিজারের কিছু অংশ দেখে দেশের ধর্মপ্রাণ মুসলিমরা কষ্ট পেয়েছেন। আমি এবং আমার প্রযোজক তাদের বলতে চাই, আমাদের কোনও উদ্দেশ্য ছিল না পবিত্র কলেমা কিংবা ইসলামের অবমাননা।

পরিচালক রনী বলেন, পুরো ছবিটা দেখলে উল্টো সবাই বুঝতে পারবে আমরা ইসলামকে শান্তির ধর্ম হিসেবেই দেখিয়েছি। বরং যারা অপব্যাখ্যা করে ‘কমান্ডো’ ছবিটি তাদের বিরুদ্ধে।

এই পরিচালক আরো বলেন, আমি বা আমার প্রযোজক সেলিম খান দুজনেই মুসলিম। ইসলামের জন্য অবমাননা করা হয় এমন কিছু আমরা কখনোই করিনি, করবোও না। তবুও ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে অনিচ্ছাসত্ত্বেও আঘাত করায় আমি, আমার টিম দুঃখ ও ক্ষমা চাইছি।

শামীম আহমেদ রনী বলেন, সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘কমান্ডো’র টিজারটি দেবের চ্যানেল থেকে সরিয়ে দিয়েছি। যারা টিজারটি ডাউনলোড করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন, তাদেরকেও সরিয়ে নেয়ার জন্য অনুরোধ করছি।

‘কমান্ডো’ ছবির মাধ্যমে প্রথমবার বাংলাদেশের ছবিতে অভিনয় করছেন দেব। তার নায়িকা জাহারা মিতু। আসন্ন ঈদুল ফিতরে ছবিটি মুক্তির কথা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English