শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

পাক গোয়েন্দা সংস্থা ‘উইপোকা’, হুমকির মুখে আফগানিস্তান!

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৬৫ জন নিউজটি পড়েছেন

পাকিস্তান গোয়েন্দা সংস্থার ধীরগতির কারণে তাদের উইপোকার সঙ্গে তুলনা করেছেন আফগানিস্তানের সাবেক গোয়েন্দা প্রধান রহমাতউল্লাহ নাবিল। তিনি বলেন, পাক গোয়েন্দাদের এমন আচরণে আফগানিস্তানের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে।

সৌদি আরব ভিত্তিক সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন। তিনি পাকিস্তান গোয়েন্দা সংস্থা আইএসআইকে নানা কারণ দেখিয়ে শতভাগ সন্ত্রাস বিরোধী বলতে নারাজ।

এসময় আফগান সাবেক এই গোয়েন্দা প্রধান বলেন, পাক গোয়েন্দা বাহিনীর কাজের গতি অনেক কম। দুদেশের গোয়েন্দাদের এক সঙ্গে মিলে জঙ্গিবাদ ও সন্ত্রাসের সঙ্গে লড়াই করার কথা ছিল । কিন্তু উইপোকার মতো কাজ করছে তারা। তাদের এমন আচরণে হুমকির মুখে পড়েছে আফগানিস্তান।

নাবিলের দাবি, পাকিস্তান গোয়েন্দারা আফগানিস্তানের সন্ত্রাসবিরোধী সিস্টেমগুলো ধ্বংস করছে। আর এজন্য দায় অবশ্যই পাক গোয়েন্দাদের নিতে হবে। এতে প্রমাণ হয়ে যে, আফগান জনগণ জঙ্গিদের সঙ্গে সম্পৃক্ত নয়।

তিনি বলেন, আমেরিকানরা সন্ত্রাসবাদ বিরোধী কার্যক্রম নিয়ে এগিয়ে এসেছে। আর পাক বাহিনী তা প্রত্যাহার করছে। সেই সঙ্গে মৃত্যুর মুখে দাঁড়িয়েছে আফগান জনগণ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English