শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

পাকিস্তানসহ ১৩ দেশের ভিসা সাময়িক বন্ধ করল আমিরাত

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৫৩ জন নিউজটি পড়েছেন

নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান, আফগানিস্তানসহ মুসলিমপ্রধান ১৩টি দেশে নতুন ভিসা দেওয়া সাময়িকভাবে বন্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত। গতকাল বুধবার ওই বিষয়ে জ্ঞাত একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

ওই সূত্র অবশ্য সংযুক্ত আরব আমিরাতের বিশেষ উদ্বেগের বিষয়ে বিস্তারিত বলেনি। তবে ভিসা প্রদান বন্ধের বিষয়টি কম সময়ের জন্য, তা উল্লেখ করেছে।

পাকিস্তানের দ্য ডন অনলাইনও বিষয়টি নিশ্চিত করেছে। গত সপ্তাহে দেশটির পররাষ্ট্র দপ্তর জানায়, সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানি নাগরিকসহ কয়েকটি দেশের নাগরিকদের ভিসা দেবে না। এখন তারা দেশটির কাছ থেকে ভিসা বন্ধের নির্দিষ্ট কারণ জানাতে চাইবে। তবে তারা মনে করছে, করোনা মহামারির কারণে ভিসা দেওয়া বন্ধ হয়ে থাকতে পারে।

তবে যাঁদের ভিসা রয়েছে, তাঁরা দেশটিতে যাতায়াত করতে পারবেন। কেবল নতুন ভিসা দেওয়া বন্ধ থাকবে।

সংযুক্ত আরব আমিরাতের ভিসা বন্ধের তালিকায় থাকা অন্য দেশগুলোর মধ্যে রয়েছে ইরান, সিরিয়া, সোমালিয়া, আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, কেনিয়া, ইরাক, লেবানন, আলজেরিয়া, তিউনিসিয়া ও তুরস্ক।

ভিসা নিষেধাজ্ঞায় কোনো ব্যতিক্রম আছে কি না, সে বিষয়ে কিছু জানায়নি সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English