সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৫১ জন নিউজটি পড়েছেন

দুর্নীতির মামলায় পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার ইসলামাবাদ থেকে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা আসিফকে গ্রেপ্তার করেন দেশটির দুর্নীতিবিরোধী কর্মকর্তারা। পাকিস্তানের দ্য নিউজ অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের মামলায় আসিফকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)। এক বিবৃতিতে এনএবি বলেছে, তাদের লাহোর কার্যালয়ের কর্মকর্তারা আসিফকে গ্রেপ্তার করেছেন।

পিএমএল-এনের মুখপাত্র মারিয়াম আওরঙ্গজেব বলেছেন, দলীয় একটি সভা শেষে বের হওয়ার পরই আসিফকে হেফাজতে নেয় এনএবি।

এনএবি বলেছে, খাজা আসিফকে আয়সহ অন্যান্য বিবরণী দাখিল করতে বলা হয়েছিল। কিন্তু তিনি তা করতে ব্যর্থ হয়েছেন।

সূত্রের বরাত দিয়ে দ্য নিউজ জানায়, দুবাই থেকে পাওয়া বিপুল অর্থের উৎস ঘোষণা করতে ব্যর্থ হয়েছেন আসিফ।

আসিফকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন পিএমএল-এনের সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফ। লন্ডনে অবস্থানরত নওয়াজ বলেছেন, সরকারের অবস্থা যে নড়বড়ে, তা এই গ্রেপ্তারের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে।

নওয়াজ শরিফের মেয়ে ও পিএমএল-এনের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ অভিযোগ করেছেন, তাঁর বাবার বিরুদ্ধে যেতে আসিফকে চাপ দেওয়া হচ্ছিল। কিন্তু তিনি তা করতে রাজি না হওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

পিএমএল-এন প্রেসিডেন্ট শাহবাজ শরিফসহ দলটির আরও অনেক জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে দুর্নীতির মামলা আছে।

পিএমএল-এন নেতা আসিফকে এমন এক সময় গ্রেপ্তার করা হলো, যখন পাকিস্তানের বিরোধী জোট পিডিএম দেশজুড়ে সরকারবিরোধী আন্দোলন জোরদার করেছে। তারা দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ দাবি করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English