সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

পাঞ্জাবকেও বিদায় করে দিল চেন্নাই

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৫৩ জন নিউজটি পড়েছেন

আইপিএলের চলতি আসর থেকে আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে চেন্নাই সুপার কিংসের। রোববার গ্রুপপর্বের শেষ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে লোকেশ রাহুল-ক্রিস গেইলদের প্লে অফ থেকে বিদায় করে দিল ধোনির নেতৃত্বাধীন চেন্নাই।

রোববারের ম্যাচটি ছিল ধোনিদের জন্য নিয়ম রক্ষার। অন্যদিকে লোকেশ রাহুলের নেতৃত্বাধীন পাঞ্জাবের জন্য ছিল বাঁচা-মরার লড়াই। এই ম্যাচে জিতলে ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফে যাওয়ার সুযোগ ছিল রাহুল-গেইলদের। কিন্তু ধোনির চেন্নাইয়ের বিপক্ষে ৯ উইকেটে হেরে প্লে অফের আগেই বিদায় নিল পাঞ্জাব।

রোববার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫.২ ওভারে ৪৮ রানের উদ্বোধনী জুটি গড়েন লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগারওয়াল। এরপর ১৪ রানের ব্যবধানে দুই ওপেনারকে ফেরান লুঙ্গি এনডিগি। মায়াঙ্ক আউট হন ১৫ বলে ২৫ রানে। অধিনায়ক রাহুল ফেরেন ২৭ বলে ২৯ রান করে।

চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ৬ বলে মাত্র ২ রানে ফেরেন ক্যারিবীয় তারকা ব্যাটসম্যান নিকোলাস পুরান। দলের বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে হাল ধরতে পারেননি ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। দলীয় ৭২ রানে ফেরেন গেইল (১২)। ছয় নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা দিপক হুদার ৩০ বলে ৪টি ছক্কা ও তিন চারের সাহায্যে গড়া ৬২ রানের ঝকঝকে ইনিংসের সুবাদে শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৫৩ রান তুলতে সক্ষম হয় পাঞ্জাব।

মামুলি স্কোর তাড়া করতে নেমে ব্যাটিং তাণ্ডব চালান চেন্নাইয়ের দক্ষিণ আফ্রিকান তারকা ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিস। উদ্বোধনীতে রুতরাজ গায়কওয়াদের সঙ্গে ৯.৫ ওভারে ৮২ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন ডু প্লেসিস। ৩৪ বলে ৪৮ রানে ফেরেন তিনি।

এরপর তিনে ব্যাটিংয়ে নামা আম্বাতি রাইডুকে সঙ্গে নিয়ে ৭২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন রুতরাজ। দলের ৯ উইকেটের বিশাল জয়ে ৪৯ বলে ছয়টি চার ও এক ছক্কায় অপরাজিত ৬২ রান করেন রুতরাজ। ৩০ বলে ৩০ রান করেন রাইডু।

সংক্ষিপ্ত স্কোর

কিংস ইলেভেন পাঞ্জাব: ২০ ওভারে ১৫৩/৬ (দিপক হুদা ৬২*, লোকেশ রাহুল ২৯, আগারওয়াল ২৬; এনডিগি ৩/৩৯)।

চেন্নাই সুপার কিংস: ১৮.৫ ওভারে ১৫৪/১ (গায়কওয়াদ ৬২*, ডু প্লেসিস ৪৮, রাইডু ৩০*)।

ফল: চেন্নাই ৯ উইকেটে জয়ী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English