বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

পাটুরিয়া ঘাটে ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৭৮ জন নিউজটি পড়েছেন
শিল্প-কারখানা খোলার খবরে ঢাকামুখী মানুষের ভিড়

লকডাউন শিথিলের দ্বিতীয় দিনে করোনার ঝুঁকি সঙ্গে পাল্লা দিয়ে ঈদে ঘরমুখো মানুষ ফিরতে শুরু করেছে। দীর্ঘ লকডাউনের পর পাটুরিয়া ফেরি ও লঞ্চ ঘাটে যাত্রীদের ভিড় বেড়েছে। শুক্রবার সকাল থেকেই ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে আসা দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী ও উভয়মুখী যাত্রীদের আসা-যাওয়ায় ভিড় পড়েছে ঘাট এলাকায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)র আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. জিল্লুর রহমান বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পদ্মার প্রবল স্রোত মোকাবেলা করে বহরের ১৫ ফেরির সবগুলোই চলাচল করছে। পারাপার নির্বিঘ্ন করতে ফেরি বাড়ানোর পরিকল্পনা তাদের রয়েছে।
এদিকে সকালে সরজমিন পাটুরিয়া ঘাটে গিয়ে দেখা গেছে, ছোট গাড়ি অথাৎ প্রাইভেট কার ও মাইক্রোবাসের চাপ সব চেয়ে বেশি। পাটুরিয়া ৫ নং ও ৪নং ফেরি ঘাটটি মূলত ছোট গাড়ি পারাপার করার জন্য রাখা হয়েছে। সেখানে ছোট গাড়ির সারি ঘাট ছাড়িয়ে অনেক দূর চলে গেছে। এছাড়া পণ্যবাহী ট্রাকের লম্বা সারি উভয় ঘাটে দেখা গেছে। তবে দূরপাল্লার বড় বাস কোচের চাপ তেমন নেই।
পাশাপাশি কোরবানির পশুবাহী ট্রাকগুলো দৌলতদিয়া প্রান্ত থেকে পাটুরিয়া ঘাট হয়ে ঢাকার গাবতলীসহ দেশের বিভিন্ন হাটে যেতে ঘাটে কোন বিড়ম্বনায় পড়তে দেখা যায়নি।
ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান জানিয়েছেন, ফেরি ও লঞ্চে পার হওয়া মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা অনেকটাই ছিল না। অনেকের মুখে মাস্কও ব্যবহার করতে দেখা যায়নি। ঘাট সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে যাত্রীদের অনিহা রয়েছে। তাঁরা নিজ থেকে সচেতন না হলে স্বাস্থ্যবিধি রক্ষা করা অসম্ভব।
পাটুরিয়া ঘাট এলাকায় দায়িত্বপ্রাপ্ত জেলা ট্রাফিক পরিদর্শক মো. জামিউল হক বলেন, ‘লকডাউন শিথিল হওয়ায় সকাল থেকেই ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। পাটুরিয়া প্রান্তে অর্ধশত যাত্রীবাহী বাস ও অর্ধশত ব্যক্তিগত গাড়ি পারের অপেক্ষায় রয়েছে। এ ছাড়া পার্কিং ইয়ার্ডে দুই শতাধিক পণ্যবাহী গাড়ি ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।
ঘাট সূত্রগুলো বলছে, ঢাকা থেকে ছেড়ে আসা বিভিন্ন যাত্রীবাহী বাস পাটুরিয়া প্রান্তে আসার পর ফেরির টিকিটের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে। এক থেকে দুই ঘন্টা অপেক্ষার পর এসব যাত্রীবাহী বাসগুলোকে ফেরিতে ওঠতে হচ্ছে। এ ছাড়া ঢাকা ও এর আশপাশের এলাকা থেকে লোকাল বাসে করে ঈদে ঘরমুখো অনেক যাত্রী পাটুরিয়া ঘাটে আসছেন। তাঁরা কিছুটা পথ পায়ে হেঁটে লঞ্চঘাটে এসে লঞ্চে পদ্মা পাড়ি দিয়ে দৌলতদিয়া প্রান্তে যাচ্ছেন। লঞ্চেও অনেক যাত্রী নদী পার হচ্ছেন।
এ ছাড়া ঢাকাগামী যাত্রীরদেরও পাটুরিয়া আসতে দেখা গেছে। তাঁরা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে জরুরি কাজে ঢাকায় যাচ্ছেন। সব মিলিয়ে শুক্রবার সকাল থেকে পাটুরিয়া ঘাট এলাকায় উভয় দিকের যাত্রী যাতায়াত করতে দেখা যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English