শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

পানিতে ভাসছে ধান, কৃষকের হাহাকার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ২৯ মে, ২০২১
  • ৭৪ জন নিউজটি পড়েছেন
পানিতে ভাসছে ধান, কৃষকের হাহাকার

দেশের উপকূলীয় অঞ্চলে ইয়াসের প্রভাবে বেঁড়িবাধ ভেঙে বাড়িতে পানি উঠলেও বাদ যায়নি উত্তর-পশ্চিমাঞ্চলের জেলা চাঁপাইনবাবগঞ্জ। ইয়াসের প্রভাবে গতকাল বৃহস্পতিবার (২৭ মে) থেকে শুক্রবার (২৮ মে) মুষলধারে বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জে জমির ধান পানিতে ভেসে গেছে। কয়েকটি বিল থেকে ভেসে গেছে কৃষকদের কেটে রাখা ধান।

ধান কাটার উপযোগী সময়ে টানা বৃষ্টির কারণে বেশিরভাগ কৃষকের ধান পানির নিচে তলিয়ে গেছে। পানির নিচে তলিয়া যাওয়া জমির ধান কাটা নিয়েও সংশয় তৈরি হয়েছে।

বৃষ্টির আগে গত বুধবার চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের গুনিরমোড় গ্রামের শংকোপুরা বিলে ধান দেখা গেলেও বৃহস্পতিবার থেকে বিলে শুধু পানি আর পানি। সব ধান পানির নিচে তলিয়ে গেছে।

কৃষকরা বলেন, দুই দিন টানা বৃষ্টিতে রাতে পানির নিচে তলিয়ে যায় ধান। পানিতে ভেসে যাওয়া ধান সংগ্রহ করে অনেকে বাড়িতে নিয়ে যাচ্ছেন।

শংকোপুরা বিলের কৃষক সাইফুল ইসলাম বলেন, কয়েকশ বিঘার জমির পাকা ধান পানির নিচে তলিয়ে গেছে। যেসব ধান কেটে জমিতে রাখা হয়েছে সেগুলোও ভেসে গেছে। বিল থেকে সহজেই পানি নামানোর ব্যবস্থা না থাকায় সমস্যা আরও বাড়ছে।

মাদরাসা শিক্ষক আকতারুল ইসলাম বলেন, বিলে দুই বিঘা জমির ধান কেটে রাখা হয়েছিল। বৃষ্টির পানিতে ধান ভেসে গেছে। আর যেসব ধানের আঁটি এখনও রয়েছে তা সংগ্রহ করে রাস্তায় তোলা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জের জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, খরা মৌসুমে জেলায় বেশিরভাগ ধান ঘরে উঠেছে। হঠাৎ মুষলধারে বৃষ্টি হওয়ায় ধান তলিয়ে ও কেটে রাখা ধান ভেসে যাওয়ায় খবর পেয়েছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English