রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

পাবনায় গ্রামবাসীর হাতে ধরা পড়ল ২ মেছোবাঘ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৪৭ জন নিউজটি পড়েছেন

পাবনার চাটমোহরে দিনেদুপুরে গ্রামবাসীর হাতে আটক হয়েছে দুটি মেছোবাঘ। এর মধ্যে একটি বাঘকে পিটিয়ে মারে স্থানীয়রা। অন্যটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের বামনগ্রামে এ ঘটনা ঘটে। এদিকে বাঘ আটক করতে গিয়ে আহত হয়েছেন ৪ যুবক।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে বামনগ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া একটি ক্যানেলে নামে দুই মেছোবাঘ। এ সময় স্থানীয় কয়েকজন দেখে ভয়ে দৌড়ে পালান। পরে বিষয়টি স্থানীয় লোকজনকে বললে মসজিদের মাইকে বাঘ বের হয়েছে বলে ঘোষণা দেয়া হয়।

পরে বিপুলসংখ্যক লোকজন জড়ো হয়ে মেছোবাঘ দুটি আটক করে। এ সময় বাঘের কামড় ও আঁচড়ে ৪ জন আহত হলে একটি বাঘকে পিটিয়ে মেরে ফেলে উত্তেজিত জনতা। পরে বাঘ দুটি ইউনিয়ন পরিষদের সামনে রাখা হয়।

খবর পেয়ে বন বিভাগের পাবনা রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জিবুল আমিন, উপজেলা বন কর্মকর্তা আবদুল কুদ্দুসসহ ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। সেখান থেকে মৃত ও জীবন্ত মেছোবাঘ দুটি উদ্ধার করেন তারা।

বিভাগের পাবনা রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জিবুল আমিন বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে বাঘ দুটিকে উদ্ধার করেছি। তবে উৎসুক জনতা একটা বাঘকে পিটিয়ে মেরেছে। অন্যটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পিটিয়ে মেরে ফেলা বাঘের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈকত ইসলাম বলেন, ঘটনাটি শোনার পরই বন বিভাগের কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও পুলিশকে সেখানে পাঠানো হয়। বাঘ পিটিয়ে মারার বিষয়ে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। আর আহত চারজন হতদরিদ্র হওয়ায় তাদের চিকিৎসা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে করানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানান ইউএনও।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English