পায়রা বন্দর কর্তৃপক্ষে দশম থেকে ২০ তম গ্রেডের কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ পরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে।
গত বুধবার পায়রা বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটে পরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাসের তালিকা দেয়া হয়েছে।
আগামী ৯ অক্টোবর শুক্রবার এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত ২০ ধরনের পদের এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রাজধানীর ঢাকার ১০ টি কেন্দ্রে পরীক্ষা নেয়া হবে।
পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগেই প্রার্থীদের নিজ নিজ কেন্দ্রে উপস্থিত হতে হবে।
পরীক্ষার হলে প্রবেশপত্রের এক কপি সঙ্গে রাখতে হবে। কোনো ধরনের বই, কাগজ, মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্টওয়াচ বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করা যাবে না বলে জানানো হয়েছে।