রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

পিকআপ-মোটরসাইকেলের ধাক্কা, ছিটকে খালে পড়ে নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ৫৫ জন নিউজটি পড়েছেন

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় পিকআপ ও মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে খালে ডুবে শিশুসহ দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন একজন।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গাবতলী-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলার ধল্লা ইউনিয়নের বাস্তা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা আইরমাড়া গ্রামের আছালত খানের ছেলে মোটরসাইকেলচালক আশরাফ খান (৩৮) ও পিকআপে থাকা মাগুরা জেলার শ্রীপুর উপজেলার বরতলা গ্রামের আবদুল জলিলের শিশু পুত্র আবদুল্লাহ (৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, মাগুরা থেকে বাসা বদলের জন্য আসবাবপত্র নিয়ে পিকআপটি ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে গাবতলী-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সজোরে ধাক্কা লাগে।

এতে পিকআপের ভিতর যাত্রীসহ ও মোটরসাইকেল আরোহী ছিটকে রাস্তার দক্ষিণ পাশের খালের পানিতে পড়ে ডুবে যায়।

স্থানীয়রা দেখতে পেয়ে পানিতে নেমে পিকআপের যাত্রীদের উদ্ধার করেন। এ সময় পিকআপে থাকা ৮ বছরের শিশু আবদুল্লাকে পাওয়া যায়নি।

পরে সাভার ও মানিকগঞ্জের ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে শিশু আবদুল্লাহকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

অপরদিকে, মোটরসাইকেল আরোহীসহ পিছনে থাকা কর্মচারী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজে নিলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল আরোহী আশরাফকে মৃত ঘোষণা করেন।

তার সঙ্গে থাকা কর্মচারীকে গুরুতর অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English