শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

পুতিনের ভাষণের সময় বিক্ষোভ প্রদর্শন করবে নাভালনির সমর্থকরা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৫৭ জন নিউজটি পড়েছেন
পুতিনের ভাষণের সময় বিক্ষোভ প্রদর্শন করবে নাভালনির সমর্থকরা

রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্টেট-অব-দ্য-ন্যাশন ভাষণের সময় দেশজুড়ে বড় ধরনের বিক্ষোভ প্রদর্শনের পরিকল্পনা করেছেন কারাবন্দি বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনির সমর্থকেরা।

নাভালনির শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক, এমন খবর ছড়িয়ে পড়ার পর বুধবারের এই কর্মসূচির ঘোষণা আসে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, পার্লামেন্টের উভয় কক্ষে তার নির্ধারিত ভাষণে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর প্রকল্পগুলো গুরুত্ব পাবে।

যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের অবরোধ, করোনাভাইরাসের মহামারী ও বিশ্ববাজারে তেলের দাম পড়ে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়ার অর্থনীতি।

তবে নাভালনির সমর্থকেরা জানিয়েছেন, পুতিন মস্কোতে দুপুরে ভাষণ শুরু করলে সেদেশের সর্ব-পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভোস্তক থেকে শুরু হবে বিক্ষোভ প্রদর্শনের প্রথম ঢেউ যা রাশিয়া জুড়ে চলবে এবং সন্ধ্যায় ক্রেমলিনের সামনেও বিক্ষোভ করবেন তারা।

আন্দোলনকারীদের ডাকা এই বিক্ষোভ তাদের প্রত্যাশানুযায়ী আধুনিক রাশিয়ার সবচেয়ে বড় প্রতিবাদ কর্মসূচি হতে যাচ্ছে। নাভালনির জীবন এখন ‘সুতোয় ঝুলছে’ জানিয়ে সমর্থকেরা সরকার যাতে তার সুষ্ঠু চিকিৎসার ব্যবস্থা করে সেই দাবি তুলেছেন।

পর্যবেক্ষক গোষ্ঠী ওভিডি-ইনফো জানিয়েছে, বিক্ষোভ কর্মসূচির প্রাক্কালে ক্রাসনোদার ও কুরগান শহরে পুলিশ নাভালনির আঞ্চলিক কার্যালয়ে তল্লাশি চালিয়েছে এবং বিভিন্ন শহরে বেশ কয়েকজন কর্মীকে গ্রেপ্তার করেছে। নাভালনির কর্মীদল জানিয়েছে, দেশের ছোট-বড় ১০০টি শহরে তারা এই কর্মসূচি পালন করতে যাচ্ছে।

এর আগে নাভালনির সমর্থনে আয়োজিত সমাবেশগুলো বল প্রয়োগের মাধ্যমে দমানোর চেষ্টা করেছে পুতিন প্রশাসন এবং হাজারো সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। নাভালনির সমর্থকদের বুধবারের কর্মসূচিকেও এরইমধ্যে বেআইনি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

গত বছরের অগাস্টে নার্ভ এজেন্ট ‘নোভিচক দিয়ে হত্যাচেষ্টা’ থেকে বেঁচে যাওয়ার পর জার্মানিতে কয়েক মাসের চিকিৎসা শেষে ১৭ জানুয়ারি দেশে ফেরেন নাভালনি; সেদিনই গ্রেপ্তার হন তিনি।

পায়ে এবং পিঠে প্রচণ্ড ব্যথা হলেও কারা কর্তৃপক্ষ পর্যাপ্ত চিকিৎসা দিচ্ছে না জানিয়ে গত ৩১ মার্চ থেকে অনশন শুরু করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English