মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:০০ অপরাহ্ন

পুলিশে জঞ্জাল পরিষ্কার করতে চাই: আইজিপি

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৫৭ জন নিউজটি পড়েছেন

আমরা পুলিশে জঞ্জাল পরিষ্কার করতে চাই। জনগণের সঙ্গে দুর্ব্যবহারকারী ও দুর্নীতিবাজদের আমরা এ বাহিনীতে দেখতে চাই না। প্রতিটি সদস্যকে জনগণের পুলিশ হিসেবে গড়ে তুলতে চাই। আমরা ইতোমধ্যে পরিবর্তনের সূচনা করেছি। আমাদেরকে পরিবর্তন হতে হবে। এটা যুগের প্রয়োজন, সময়ের চাহিদা। রাজশাহীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সারদা বাংলাদেশ পুলিশ একাডেমীর প্রশিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমীর চেমনি মিলনায়তনে সোমবার একাডেমীর প্রিন্সিপাল খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষকদের আন্তরিকতা ও গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহবান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ প্রধান বলেন, প্রতিটি প্রশিক্ষণার্থীকে এমন যত্ন নিয়ে গড়ে তুলতে হবে যাতে তারা প্রত্যেকে এক-একজন পেশাদার পুলিশ সদস্য হিসেবে দেশের সেবা ও জনগণের কল্যাণে অবদান রাখতে পারে। এছাড়াও সারদা থেকেই প্রতিটি পুলিশ সদস্যের অন্তরে নীতিবোধ ও নৈতিকতার বীজ এমনভাবে বপন করতে হবে, যা তারা আজীবন ধরে রাখতে পারে।

তিনি আরো বলেন, প্রশিক্ষণ মডিউল নতুন করে সাজানোসহ পুলিশের প্রশিক্ষণে পরিবর্তন আনা হয়েছে। আমরা পুলিশের প্রশিক্ষণকে প্রায়োগিক করতে চাই। কোয়ালিটি পুলিশ তৈরির দায়িত্ব পুলিশের ট্রেনিং সেন্টারের। এক্ষেত্রে অগ্রণী ভূমিকায় রয়েছে বাংলাদেশ পুলিশ একাডেমী। সৎ-যোগ্য-আদর্শ পুলিশ অফিসার ও ফোর্স তৈরির যোগ্যস্থান পুলিশ একাডেমী। সভায় অংশগ্রহণকারী বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য প্রশিক্ষণ সংক্রান্ত নানা বিষয়ে আইজিপির দিকনির্দেশনা চান। আইজিপি উত্থাপিত বিষয়গুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট সকলকে তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করেন। এর আগে সকালে একাডেমীর প্যারেড গ্রাউন্ডে আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিতব্য ৩৭তম সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের প্রস্তুতি দেখেন আইজিপি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English